ফিরতে চলেছে ‘যশমিতা’। অর্থাৎ যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকার। ভালবেসে অনুরাগীরা এই নামেই ডাকেন তাঁদের। ব্যক্তিগত সম্পর্কের জেরে বর্তমানে বিতর্কে থাকা দুই তারকাকে খুব শীঘ্রই একটি গানের ভিডিয়োয় একসঙ্গে দেখা যাবে । ২০১৩ সালে শুরু হওয়া ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-র পর এই প্রথম আবার জুটি বাঁধতে চলেছেন তাঁরা।
বাংলাদেশের বিখ্যাত গায়ক তনভির ইভান গানটি গাইবেন। । গানের নাম ‘ও মন রে’, ইতিমধ্যে তাঁর গাওয়া ‘অভিযোগ’ এবং ‘অভিমান’ এপার বাংলাতেও জনপ্রিয় হয়েছে।
এসভিএফ মিউজিকের ব্যানারে তৈরি এই গানের ভিডিয়ো পরিচালনা এবং কোরিওগ্রাফির দায়িত্বে থাকছেন বাবা যাদব। প্রসঙ্গত, ২০১৩-র এসভিএফ-এর প্রযোজনাতেই তৈরি ব্লকবাস্টার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-তে যশ-মধুমিতাকে জুটিকে পেয়েছিল দর্শক। এই সিরিয়াল শেষ হওয়ার পর ২০১৬ সালে ‘গ্যাংস্টার’-এর সঙ্গে রুপোলি সফর শুরু করেন যশ। বছর চারেক পর ‘লাভ আজ কাল পরশু’ ছবির সঙ্গে বড় পর্দায় পা রেখেছেন মধুমিতাও।
আরও পড়ুন: Ditipriya Roy: ‘হইচই’য়ের জনপ্রিয় ওয়েব সিরিজে দিতিপ্রিয়া, ধরা দিলেন হট লুকে
মধুমিতার সঙ্গে ফের জুটি বাঁধা প্রসঙ্গে য জানিয়েছেন, ‘এটা আমাদের ফ্যানেদের অনেকদিনের অপেক্ষা। বোঝে না সে বোঝে না-র পর থেকে আমাদের একসঙ্গে দেখতে চাইছিল ওরা। এই মিউজিক ভিডিয়োতে আমাদের পেয়ে আশা করছি ওরা খুশি হবে’।
বাবা যাদবের কথায়, ‘এটা বিরাট একটা দায়িত্ব। আমাকেও অনেক মানুষ প্রশ্ন করেছে যশ-মধুমিতার কামব্যাক নিয়ে, আমি খুশি যে ওরা আবার একসঙ্গে কাজ করছে। ভালোবাসা, আর মানব মনের গভীরে লুকিয়ে থাকা আবেগগুলো এই মিউজিক ভিডিয়োতে তুলে ধরব… এটা ভিস্যুয়াল ট্রিট হবে এইটুকু কথা দিচ্ছি’।
আজ (সোমবার) এই মিউজিক ভিডিয়োর শ্যুটিং চলছে শহরের এক স্টুডিয়োতে। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছে সৌমিক হালদার।
আরও পড়ুন: Raj Kundra ইস্যুতে মুখ খুললেন ক্ষুব্ধ Shilpa, ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধ হোক কাতর আর্জি নায়িকার