Youtuber Death: US YouTuber Annabelle Ham Dies At 22 After 'Epileptic Event'

Youtuber Death: পার্টি থেকে আচমকা গায়েব! মিলল জনপ্রিয় ইউটিউবারের লাশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মাত্র ২২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় ইউটিউবার! অ্যানাবেলে হ্যাম (Annabelle Ham)  অন্যতম জনপ্রিয় নাম সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের সঙ্গে নিজের দৈনন্দিন জীবনের বিশেষত কলেজ জীবনের নানান মুহূর্ত ভাগ করে নিত এই তরুণী। মৃগীরোগ আক্রান্ত অ্যানাবেলের মৃত্যুতে শোকস্তব্ধ সকলেই।

তাঁর মৃত্যুর খবর শনিবার কেনেস স্টেট ইউনিভার্সিটি থেকে প্রকাশ করা হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও বিশদে প্রকাশ করা হয়নি। তাঁর বোন অ্যামেলিয়া সোমবার একটি আবেগময় ইনস্টাগ্রাম পোস্ট করেন। এবং দুঃখজনক এই খবরটি সকলের সঙ্গে ভাগ করে নেন। পরিবারের তরফে তাঁর ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা ভারী হৃদয় নিয়ে লিখছি। অ্যানাবেল স্বর্গের দরজায় চলে গিয়েছেন।’ সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে জনপ্রিয়, যিনি আটলান্টায় বসবাস করতেন। তাঁর প্রায় ৭৭,০০০ ইউটিউব সাবস্ক্রাইবার এবং ১০৭,০০০-এরও বেশি অনুগামী ইনস্টাগ্রাম ও টিকটক ফলোয়ার রয়েছেন। যেখানে তিনি সৌন্দর্য টিপস, তাঁর জীবনের নানা ঝলক এবং আরও অনেক কিছু পোস্ট করে থাকেন।


আরও পড়ুন:  Baisakhi Banerjee : বহু মন্ত্রী-আমলা আমার কাছে যৌনতা ভিক্ষা চাইত, বিস্ফোরক দাবি বৈশাখীর

তবে কীভাবে মৃত্যু হয়েছে তার সেই নিয়ে ধোঁয়াশা। মার্কিন মুলুকের আটলান্টার বাসিন্দা অ্য়ানাবেলে হ্যাম। ডেইলি মেল সূত্রে খবর, এক ব্যাচেলার পার্টিতে যোগ দিয়েছিলেন প্রয়াত সোশ্যাল মিডিয়া স্টার, সেখান থেকে আচমকাই গায়েব হয়ে যান তিনি। এরপর শনিবার তাঁর মরদেহ উদ্ধার হয়। আলবামা ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের তরফে ২২ বছরের তরুণীর নিরুদ্দেশ হওয়ার কথা, পরে তাঁর লাশ উদ্ধারের খবর প্রকাশ্যে আনা হয়। যদিও সেই মরদেহের পরিচয় গোপন রাখা হয়। অ্য়ানাবেলে হ্যামের পরিবারের তরফে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

পরিবারের তরফে ইনস্টাগ্রামে এক বিবৃতি দিয়ে বলা হয়, মৃগীরোগের উপসর্গ দেখা গিয়েছিল অ্যানাবেলে হ্যামের শরীরে। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। দীর্ঘদিন ধরেই এই রোগে আক্রান্ত অ্য়ানাবেলে।

আরও পড়ুন: Rubel-Sweta: ভেঙে গিয়েছে দুই গোড়ালি! শুটিং সেটে গুরুতর জখম রুবেল, দুশ্চিন্তায় প্রেমিকা শ্বেতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest