নুসরতের ছেলে ঈশানের জন্য এসেছে গাড়ি ভর্তি খেলনা। নতুন জামা, জ্যাকেট, সফট টয়! আর ঈশানের এই সিক্রেট সান্টা কে জানেন? তিনি আর কেউ নন, রাজ-শুভশ্রীর একরত্তি ইউভান। রবিবারের সকালে রাজ-শুভশ্রীর তরফ থেকে এল এই ক্রিস্টমাস স্পেশ্যাল উপহার। কী নেই সেখানে। সেই ছবিই পোস্ট করে ছেলের হয়ে নায়িকা-সাংসদ নুসরত লেখেন, ‘ধন্যবাদ ইউভান ভাইয়া, ফ্রম ঈশান’। সঙ্গে অবশ্যই রাজ-শুভশ্রীকে ট্যাগ করতে ভোলেননি নায়িকা।
ইউভান তো টলিউডের চাইল্ড ক্রাশ। দুষ্টু-মিষ্টি স্বভাবে এক নিমেষে মন জয় করে নেয় সে! হাঁটা শেখার পর থেকেই ফুটবলে তার খুব ঝোঁক। রবিবারও শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় ইউভানের সানডে ডে আউটের একটা ভিডিয়ো দিয়েছেন। প্রতি রবিবার আবাসনেরই মাঠে খেলতে যায় সে। বলে লাথি মারে, দোলনায় চড়ে, সময় কাটায় প্রকৃতির সাথে। চলতি বছরের সেপ্টেম্বরেই ১ বছর পূর্ণ করেছে।
আরও পড়ুন: বিয়ের পর প্রথমবার রান্নাঘরে ‘পঞ্জাবি বহু’ ক্যাটরিনা, জানেন ভিকির জন্য কী রাঁধলেন?