yuvaan sent christmas present to nusrat jahan and yash dasgupta son ishan

সিক্রেট সান্টা! ঈশানের জন্য ব্যাগভর্তি উপহার পাঠাল ‘ভাইয়া’ ইউভান, কী রয়েছে তাতে?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নুসরতের ছেলে ঈশানের জন্য এসেছে গাড়ি ভর্তি খেলনা। নতুন জামা, জ্যাকেট, সফট টয়! আর ঈশানের এই সিক্রেট সান্টা কে জানেন? তিনি আর কেউ নন, রাজ-শুভশ্রীর একরত্তি ইউভান। রবিবারের সকালে রাজ-শুভশ্রীর তরফ থেকে এল এই ক্রিস্টমাস স্পেশ্যাল উপহার। কী নেই সেখানে। সেই ছবিই পোস্ট করে ছেলের হয়ে নায়িকা-সাংসদ নুসরত লেখেন, ‘ধন্যবাদ ইউভান ভাইয়া, ফ্রম ঈশান’। সঙ্গে অবশ্যই রাজ-শুভশ্রীকে ট্যাগ করতে ভোলেননি নায়িকা।

ইউভান তো টলিউডের চাইল্ড ক্রাশ। দুষ্টু-মিষ্টি স্বভাবে এক নিমেষে মন জয় করে নেয় সে! হাঁটা শেখার পর থেকেই ফুটবলে তার খুব ঝোঁক। রবিবারও শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় ইউভানের সানডে ডে আউটের একটা ভিডিয়ো দিয়েছেন। প্রতি রবিবার আবাসনেরই মাঠে খেলতে যায় সে। বলে লাথি মারে, দোলনায় চড়ে, সময় কাটায় প্রকৃতির সাথে। চলতি বছরের সেপ্টেম্বরেই ১ বছর পূর্ণ করেছে।

আরও পড়ুন: বিয়ের পর প্রথমবার রান্নাঘরে ‘পঞ্জাবি বহু’ ক্যাটরিনা, জানেন ভিকির জন্য কী রাঁধলেন?

অন্যদিকে, রাজের সঙ্গে বরাবরই ভাল সম্পর্ক নুসরতের। নুসরতের এত বছরের জার্নির সাক্ষী রাজ। তাঁর হাত ধরেই তো এই ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি অভিনেত্রীর। কর্মক্ষেত্র বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে শিরোনামে উঠে এসেছে নুসরতের নাম। কিন্তু যা ঘটুক না কেন এত বছরে রাজ-নুসরতের সম্পর্কের কোনও পরিবর্তন হয়নি। রাজকে নুসরত ড্যাডি বলে ডাকেন, এ কথা হয়তো ইন্ডাস্ট্রির অনেকেই জানেন।
কথায় আছে আসলের থেকে সুদের দাম বেশি। সুতরাং ড্যাডির কাছে যতই নুসরত যতই আদরের হোন না কেন ঈশানের ভালবাসা তার থেকে একটু বেশি তো হবেই। আর সেই ঝলকই পাওয়া গেল রবিবার সকালে নুসরতের এই পোস্টে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest