দুর্ঘটনার মুখে পড়লেন মধুমিতা সরকার। নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় অঘটন ঘটে। গাড়ির চালকের ঠিক পিছনে বসেছিলেন মধুমিতা। তখন হঠাৎই মধুমিতাদের গাড়িতে এসে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি।
প্রিন্সেপ ঘাটে শুটিং করছিলেন নায়িকা। মাঝে কিছু ক্ষণের ছুটি ছিল। আবার রাতে শুটিং ছিল। তাই ফাঁকা পেয়ে ভেবেছিলেন ভূতনাথ মন্দিরে ঘুরে আসবেন। কিন্তু যাওয়ার পথে যে এমন ঘটে যাবে বুঝতে পারেননি। আচমকাই একটি বিদ্যুত্ সংস্থার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে নায়িকার গাড়ির।দিকে লাগে সেই দিকেই বসেছিলেন মধুমিতা
দুর্ঘটনার মুখে পড়লেন মধুমিতা সরকার। নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় অঘটন ঘটে। গাড়ির চালকের ঠিক পিছনে বসেছিলেন মধুমিতা। তখন হঠাৎই মধুমিতাদের গাড়িতে এসে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি। ধাক্কা যে দিকে লাগে সেই দিকেই বসেছিলেন মধুমিতা।
এই দুর্ঘটনার জেরে দুমড়ে-মুচড়ে যায় অভিনেত্রীর গাড়ি। তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানান মধুমিতা। তবে এই দুর্ঘটনার পরও তিনি ভূতনাথ মন্দিরে গিয়ে পুজো দেন। সমাজমাধ্যমে নিজেই জানান অভিজ্ঞতার কথা। তাঁর কথায়, “আমার সঙ্গে মহাদেব আছেন। তাই অল্পের উপর দিয়ে গেল।”
এই দুর্ঘটনার মধ্যেও ভগবানের উপর আস্থা রেখেছেন নায়িকা।মধুমিতা বললেন, “আমার মাথার উপর বাবার হাত আছে। জানি আমার কিছু হত না। তবে আমি সব ক্ষতিপূরণ আদায় করেই ছাড়ব। আমি ঠিক আছি। চিন্তার কোনও কারণ নেই। সুস্থ আছি।”