Dhoom 4: দীপিকার সঙ্গে জুটি বাঁধবেন সলমন নাকি অক্ষয়? নেটদুনিয়ায় জল্পনা তুঙ্গে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চোর পুলিশ খেলায় সব সময়ে চোর পুরুষই কেন হবে! মহিলাও তো হতে পারে। তার উপরে যদি সেই চোরের উপরেই স্পটলাইট থাকে, তা হলে তো মহিলাদেরও সেই জায়গা পাওয়া উচিত, তাই না? জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খান— বলিউডের হ্যান্ডসাম চোরদের দর্শকরা দেখে নিয়েছেন। এ বার সুন্দরী চোরদের জন্য অপেক্ষা করুন! কারণ কানাঘুষো শোনা যাচ্ছে, ‘ধুম ৪’ আসতে চলেছে। যেখানে চোর, থুড়ি অ্যান্টাগনিস্টের চরিত্রে থাকবেন প্রথম সারির বলি নায়িকা দীপিকা পাড়ুকোন।

অন্যদিকে, বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা সলমন খান ও অক্ষয় কুমার। বর্তমানে তাদের ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, ‘ধুম রিলোডেড’ বা ‘ধুম ফোর’ সিনেমায় তাদের মধ্যে একজনকে দেখা যাবে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ধুম ফোর’ সিনেমার একটি পোস্টার ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, ‘ধুম ফোর’ সিনেমায় দেখা যাবে সলমন খানকে। যদিও পরবর্তী সময়ে জানা যায়, কোনো অতি উৎসাহী ভক্তের বানানো পোস্টার এটি।

আরও পড়ুন: কার্তিক আরিয়ানকে নিয়ে সমস্যায় পরিচালক! তাড়াতাড়ি শেষ করতে চান ভুলভুলাইয়া ২- র শ্যুটিং

অন্যদিকে, মাইক্রোব্লগিং সাইট টুইটারে অক্ষয় ভক্তরা দাবি করছেন— ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির পরের সিনেমায় দেখা যবে বলিউডের ‘খিলাড়ি’খ্যাত এই তারকাকে। ইতিমধ্যে এ বিষয়ে নাকি প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে আলোচনাও করেছেন অক্ষয়। তবে ‘ধুম ফোর’ সিনেমায় সলমন, অক্ষয় নাকি অন্য কেউ অভিনয় করবেন এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি।

বিজয় কৃষ্ণ আচার্য ‘ধুম ফোর’ সিনেমাটি পরিচালনা করবেন। ২০২০ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও করোনা মহামারির কারণে এর কাজ পিছিয়ে গেছে। নির্মাতাদের পক্ষ থেকে সিনেমাটি নিয়ে নতুন পরিকল্পনা এখনো জানানো হয়নি।

আরও পড়ুন: আমরা স্বামী – স্ত্রী, আমি ওঁর কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, Nusrat-র বিবৃতি প্রসঙ্গে পাল্টা Nikhil

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest