Mithai TRP toper again, Mon fagun stand 3 in trp list

সিংহাসন ফিরে পেল ‘মিঠাই’, এক লাফে বাড়ল ‘মন ফাগুন’-এর TRP

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সিংহাসন ফিরে পেল মিঠাই। গাঁটছড়া’কে পিছনে ফেলে এক নম্বরে উঠে এল মিঠাই।গত সপ্তাহেই এক লাফে অনেকটা নম্বর বেড়েছিল।টিআরপি তালিকায় নিজের পুরোনো সিংহাসন ফিরে পেল মোদক পরিবার।দুর্ধর্ষ এপিসোডের মাধ্যমে ওমি আর পিসেমশাই-এর পর্দা ফাঁস করেছিল মিঠাই আর সিদ্ধার্থ, তাই ভক্তরা আশা নিয়েই ছিল, এই সপ্তাহে কেউ রুখতে পারবে না মিঠাইকে।

৮.৩ নম্বর নিয়ে এই সপ্তাহে এই সপ্তাহে বেঙ্গল টপার মিঠাই। এক ধাক্কায় নম্বর অনেকটা কমেছে খড়ি-ঋদ্ধির। মাত্র ৭.৭ রেটিং পয়েন্ট এই সপ্তাহে ‘গাঁটছড়া’র দখলে। দ্বিতীয়স্থানেই সন্তুষ্ট থাকতে হল এই টিমকে। এইবার টিআরপি তালিকায় সবচেয়ে বড় চমক ‘মন ফাগুন’।

গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সেরা ৫-এ জায়গা হয়নি ঋষি-পিহুর। সিরিয়াল শেষ হয়ে যাবে, তেমন গুজবও শুরু হয়েছিল। এর মাঝেই এই সপ্তাহে ৭.৬ নম্বর নিয়ে ‘গাঁটছড়া’র ঘাড়ে নিঃশ্বাস ফেলল ‘মন ফাগুন’। ধুলোকণার রেটিং বেশ কমেঠছে। ‘আলতা ফড়িং’-এর সঙ্গে যৌথভাবে চতুর্থস্থানে রয়েছে এই সিরিয়াল। প্রাপ্ত নম্বর ৭.৪। পঞ্চমস্থানে রয়েছে ‘গৌরী এলো’ (৭.২)।

এবার এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-

প্রথম-  মিঠাই (৮.৩)

দ্বিতীয়- গাঁটছড়া (৭.৭)

তৃতীয়- মন ফাগুন (৭.৬)

চতুর্থ-  আলতা ফড়িং (৭.৪)

ধুলোকণা (৭.৪)

পঞ্চম- গৌরী এলো (৭.২)

ষষ্ঠ-     লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৯)

সপ্তম- উমা (৫.৯)

অনুরাগের ছোঁয়া (৫.৯)

এই পথ যদি না শেষ হয় (৫.৯)

অষ্টম- আয় তবে সহচরী (৫.৭)

নবম- খেলনা বাড়ি (৫.৫)

দশম- লালকুঠি (৫.৩)

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest