Site icon The News Nest

৩০ লাখ ভিউ ছাড়াল ‘আমি চাই থাকতে’, ডান্স কভার করলেন হৃদি–ফারিয়া

faria

ঢালিউডের চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার অনেক গুণ। সিনেমার অভিনয় দিয়ে তিনি দুই বাংলাতেই দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। তিনি উপস্থাপনা ও মডেলিং দিয়েও সাফল্য পেয়েছেন। গানও গাইতে পারেন। ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামের গান দিয়ে তার অভিষেক হয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় নিজের গাওয়া দ্বিতীয় গান দিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হয়েছেন তিনি। প্রথমটির মতো এই গানও বাজিমাত করেছে ফারিয়ার ভক্তদের ভুবনে।

১৩ অক্টোবর প্রকাশ হওয়া শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর অফিসিয়াল (এসভিএফ) নামক ইউটিউব চ্যানেলে এরইমধ্যে সাড়ে ৩০ লাখেরও বেশবার দেখেছেন দর্শক। গানটির নিচে শ্রোতা-দর্শক নুসরাতের গায়কী ও নাচের প্রশংসাও করেছেন। ‘আমি চাই থাকতে’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ভারতীয় শিল্পী মাস্টার ডি।পরিচালনা করেছেন ভারতের নৃত্য পরিচালক বাবা যাদব।

আরও পড়ুন: দীপাবলি স্পেশাল! ছিমছাম সাজ, সাদা পোশাকেই উজ্জ্বল হয়ে উঠলেন ‘হবু মা’ অনুষ্কা

এবার গানটির ডান্স কভার আনলেন নুসরাত ফারিয়া। এবার তাঁর গানের সঙ্গে দ্বৈতনৃত্যে দেখা গেছে নৃত্যশিল্পী হৃদি শেখকে। ভিডিওটির শুটিং করা হয়েছে রাজধানীর একটি ব্র্যান্ডের গাড়ির শোরুমে। নুসরাত ফারিয়া বলেন, ‘যেখানে শুট করেছি, ওই ব্র্যান্ডের গাড়ি আমার খুব পছন্দ। নাচের কাভারে গাড়িতেও কয়েকটি দৃশ্য আছে। তা ছাড়া শোরুমটা সুন্দর সাজানো। আমাদের নাচের শুটিংয়ের জন্য জায়গাটিকে উপযুক্ত বলে মনে হয়েছে।’

নতুন ভিডিওটির নৃত্য পরিচালনা করেছেন হৃদি শেখ। গত শনিবার সন্ধ্যায় হৃদি শেখের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হয়। গানটির শিল্পী নুসরাত বলেন, ‘গত এক মাসে গানটি থেকে বেশ সাড়া পেয়েছি। ভাবলাম, এবার গানটি ড্যান্সে কাভার করি। তাই এবার ভিডিওতে নৃত্য যুক্ত করেছি।’ হৃদি বলেন, ‘নাচের কাভারটি এক দিনে শুটিং করা হয়েছে। এর আগে এক দিন মহড়াও করেছি দুজন। কাজ করতে গিয়ে দেখলাম, দেখিয়ে দিলে ফারিয়া দ্রুত নাচের মুদ্রা রপ্ত করতে পারেন। তাই শুটিংয়ে গিয়ে কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে শুটিং শেষ করতে পেরেছি।’

আরও পড়ুন: এখনও মেতে দীপাবলি আনন্দে, এক নজরে দেখুন বলিউড তারকাদের সাজপোশাক

 

 

Exit mobile version