Site icon The News Nest

পরকীয়ায় এগিয়ে কলকাতা, চাঞ্চল্যকর সমীক্ষা ডেটিং অ্যাপের!

EXTRA MARITAL 1

ওয়েব ডেস্ক: ভারতের প্রায় ৮ লক্ষ মানুষ পরকীয়ায় জড়িত। সম্প্রতি একটি অনলাইন ডেটিং এবং সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস অ্যাপ একটি সমীক্ষা চালিয়েছিল বিবাহিত পুরুষ ও মহিলাদের মধ্যে। তাতে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য।কলকাতা এই তালিকায় একেবারে ওপরের দিকে রয়েছে।

পরকীয়া বহু প্রাচীন৷ সেকালেও ছিল৷ এ কালেও আছে৷ তবে স্মার্টফোনের রমরমায় এখন পরকীয়া দেদার চললেও, তা লালিত হয় ফোনেই৷ একগুচ্ছ ডেটিং অ্যাপ-এর জেরে পরকীয়ার রমরমা বেড়েছে৷ সমীক্ষায় দেখা গিয়েছে, পুরুষরা নন, পরকীয়া সম্পর্কে ভারতে এগিয়ে মহিলারাই৷ ভারতের ৫৫ শতাংশ বিবাহিত পুরুষ ও মহিলারা জীবনে একবার অন্তত পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছে৷ ভারতের প্রথম বিবাহবহির্ভূ ডেটিং অ্যাপ Gleeden-এর সার্ভেতে এই তথ্য উঠে এসেছে৷

সমীক্ষা বলছে, ৪৮ শতাংশ ভারতীয় বিশ্বাস করেন, দুজনকে একসঙ্গে ভালোবাসা সম্ভব৷ ৪৬ শতাংশ ভারতীয় মনে করেন, একটি সম্পর্কের মধ্যে থেকেও আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়াই যায়৷দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, পুনে, আহমেদাবাদ, কলকাতা মিলিয়ে ১ হাজার ৫২৫ জন বিবাহিত ভারতীয় দম্পতির মধ্যে সমীক্ষাটি চালানো হয়৷ ২৫ থেকে ৫০ বছরের মধ্যে বয়সের৷

মেয়েদের দিক দিয়ে তালিকায় এগিয়ে আছে বেঙ্গালুরু, তারপর যথাক্রমে মুম্বই এবং চেন্নাই। এছাড়াও তালিকায় কলকাতাও রয়েছে।

ফোন খুললেই আসতে থাকে বিভিন্ন ডেটিং অ্যাপের টুংটাং নোটিফিকেশন, আর স্ট্রেসফুল জীবন থেকে ক্ষণিকের রেহাই পেতে মানুষ পা দিয়ে ফেলছে ডেটিং অ্যাপের ফাঁদে। একটু খেয়াল করলেই দেখা যাবে  বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত রয়েছে বেশ কিছু মানুষ। এই সম্পর্ক গুলির কোনও ভবিষ্যৎ না থাকলেও মোহের বশে এই সমস্ত সম্পর্কে জড়িয়ে পড়ছেন অনেকেই।

সমীক্ষায় জানা গিয়েছে, ভারতে ৪৯ শতাংশ বিবাহিত দম্পতি স্বীকার করেছেন, পার্টনার ছাড়াও অন্যের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে৷ ১০ জনের মধ্যে ৫ জনই ক্যাজুয়াল সেক্স বা ওয়ান স্ট্যান্ডে গিয়েছেন৷

দেখা গিয়েছে, পরকীয়া সম্পর্কে ভারতে সবচেয়ে এগিয়ে মহিলারাই৷ সার্ভে বলছে, ৪১ শতাংশ মহিলা স্বীকার করেছেন, স্বামী ছাড়া অন্য একজনের সঙ্গে শারীরিক সম্পর্কে তাঁরা লিপ্ত হন নিয়মিত৷ ৫৩ শতাংশ মহিলা স্বীকার করেছেন, তাঁদের স্বামী ছাড়াও বাইরে সম্পর্ক রয়েছে৷ পুরুষদের ক্ষেত্রে সংখ্যাটা ৪৩ শতাংশ৷

 

Exit mobile version