ওয়েব ডেস্ক: নাকে মুখে গুজে কোনোরকমে অফিসে ছোটেন সকালে। ফিরে এসেও ক্লান্তি গ্রাস করে, ফের পরের দিনের প্রস্তুতি। এসবের মাঝে নিজের জন্য সময় বের করা খুব মুশকিল। তাই ত্বকের যত্ন নেওয়া হয় না বললেই চলে। লকডাউন কিন্তু একটা ভালো কাজ করেছে। বাধ্যতামূলক তিন সপ্তাহ ছুটি পাওয়া গিয়েছে। অফিস কেন, কোথাও যাওয়ারই উপায় নেই। এখন উপায়? বাড়ি বসে কী করবেন ভাবছেন তো? যে ত্বকের যত্ন নিতে পারেন না বলে এত আফসোস, সামনের ক’টা দিন তাকেই সময় দিয়ে দেখুন না।
আসুন আজ আমরা সেটাই জেনে নিই কীভাবে ত্বকের যত্নে ব্যবহার করবেন গোলাপ ফুল। গোলাপ আমাদের ত্বকের জন্য অনেক ভালো একটি উপাদান। তাই গোলাপ ব্যবহার করে রূপচর্চা করা অনেক নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন।
- রাস্তায় বেরনো মানেই মুখের মধ্যে ময়লা-ধুলো-বালি জমে থাকে। সব সময় মুখ ধুলেই তা যায় না। তাই ভালো করে আগে মুখ পরিষ্কার করে নিতে হবে। প্রথমে আপনি যে ফেস ওয়াস দিয়ে মুখ পরিষ্কার করেন তা দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। একটি কাচের বড়ো বাটিতে উষ্ণ গরমজল নিন। এতে একটি গোটা পাতিলেবুর রস মেশান। পরিষ্কার টাওয়াল বা মুখ মোছার নরম কাপড় এই জলটিতে ভিজিয়ে মুখটি মুছে নিন
- ঘরোয়া পদ্ধতিতে ফেসিয়ালটি করার জন্য মাত্র তিনটি উপকরণের প্রয়োজন হবে।
উপকরণ- টকদই হাফ বাটি, গোলাপফুলের পাপড়ির পেস্ট হাফ বাটি, মধু ২ চামচ
ফেসিয়াল করার পদ্ধতি– পরিষ্কার কাচের বাটিতে তিনটি উপকরণ মিশিয়ে নিন ভালো ভাবে। বানিয়ে ফেলুন গোলাপের পাপড়ি দিয়ে ফেসিয়ালের প্যাক।এ বার হাত দিয়ে বা ব্রাশ দিয়ে ভালো করে মুখে, গলায়, ঘাড়ে লাগান। ১০ মিনিট হালকা ভাবে হাত দিয়ে ম্যাসাজ করুন। ১ ঘণ্টা মতো প্যাকটি মুখে রেখে দিন। প্যাক শুকিয়ে ফেলে হালকা গরমজলে তুলো ভিজিয়ে প্যাকটি তুলে নিন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
- অলিভ অয়েল ২ টেবিল চামচ ও ১ চা চামচ গোলাপের রস মিশিয়ে মুখে লাগান। এটি ত্বকে ময়েশ্চারাইজার এর কাজ করবে।
- রোদে বের হওয়ার আগে গোলাপের রস, আমন্ড অয়েল ও শসার রস মিশিয়ে মুখে লাগিয়ে নিন। এতে ত্বক রোদে পুড়ে যাওয়া হতে অনেকটাই বাঁচবে। স্কিন শুষ্ক ও অনুজ্জ্বল হলে গোলাপের পেস্টের সঙ্গে মধু মিশিয়ে লাগাতে হবে। ১৫ মিনিট পর ধুয়ে নিতে হবে। নিয়মিত করলে রঙ উজ্জ্বল হবে। সে সঙ্গে কোমল, মসৃণ ও সজীব হবে।
- বেসনের সঙ্গে গোলাপ বাটা মিশিয়ে মুখে লাগাতে হবে। ১০-১৫ মিনিট রেখে মুখ ধুতে হবে। নিয়মিত করলে ব্রণ ও ব্রণের দাগ থেকে মুক্তি পাওয়া যাবে। গোলাপের শীতল ক্ষমতা আছে। তাই গরমে রোদ থেকে এসেই ফ্রিজে রাখা গোলাপ ভেজানো জল মুখে দিতে হবে অথবা এই জল বরফ করে রেখে তা মুখে ঘষতে হবে। এতে স্কিনের জ্বালাপোড়া ভাব কমে যাবে এবং স্কিন শীতল হবে ও পোড়া দাগ উঠে যাবে। টোনার হিসাবেও ব্যবহার করতে পারেন গোলাপ জল।
আরও পড়ুন: লকডাউনে বন্ধ পার্লার, জেনে নিন বাড়িতে নিজেই ভ্রু প্লাক করবেন কী ভাবে?