ভারতবর্ষের গৌরবসূর্য- বিবেকানন্দ, তাঁর ৮ বাণী যা যুব সমাজকে উদ্বুদ্ধ করে…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest
সামসুল আলম

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘If you want to know India, study Vivekananda’। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের সেবাধর্মের মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দ বলেছিলেন ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’। এই বীর মুক্তিযোদ্ধার জন্মদিবস ‘বিশ্বের সারাংশ’ ভারতবর্ষে ‘জাতীয় যুব দিবস’ হিসেবে পালন করা হয়।

জাতির গৌরব এই মহামানব জন্মগ্রহণ করেন কলকাতার সিমলা পল্লীর দত্ত পরিবারে ( ১২ জানুয়ারি, ১৮৬৩)। পিতা বিশ্বনাথ দত্ত, মাতা ভুবনেশ্বরী দেবী। প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করে নরেন্দ্রনাথ হয়ে উঠলেন বিবেকানন্দ। তাঁর কঠোর অধ্যবসায় এবং আধ্যাত্মিক জ্যোতির্ময় স্পর্শে মুগ্ধ হয়েছিলেন সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, অরবিন্দ ঘোষের মতো প্রাতঃস্মরণীয় মহামানবেরা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রিয় শিষ্য বীর সন্ন্যাসী বিবেকানন্দের বাণী যুবশক্তির কাছে মৃতসঞ্জীবনী মন্ত্র।

আরও পড়ুন: লোকনাথ বাবার অমর বাণী, যা আপনার জীবন বদলে দেবে

স্বামী বিবেকানন্দের কিছু অনুপ্রেরণামূলক বাণী-

১- ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।
২- নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসতে পারে না।
৩- জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।
৪- আমাকে মনুষ্যত্ব দাও, আমাকে মানুষ করো।
৫- সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
৬- দুর্বলতা ত্যাগ করো- দুর্বলতায় মৃত্যু, দুর্বলতায় পাপ।
৭- কাজ করো নির্ভীক ভাবে। এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে।
৮- আহার করো পরিমিত, ধ্যান করো নিয়মিত। বই পড়ো মনযোগ দিয়ে। চিন্তা করো গভীর ভাবে।

আরও পড়ুন: স্বামী বিবেকানন্দের জীবন বদলে দেওয়া কিছু বাণী, যা আপনাকে মুগ্ধ করবেই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest