আপনার পছন্দের সাদা পোশাকের যত্ন নিতে মনে রাখুন এই ১০ টিপস…

সাদা পোশাক নিয়মিত ব্যবহারের পরেও ধবধবে সাদা রাখতে চাইলে একটু বাড়তি মনোযোগ দিতেই হবে আপনাকে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গ্রীষ্মের প্রখর গরমে ওয়ারড্রবে থাকা সাদা পোশাকগুলোই স্বস্তি এনে দেয়। তবে সাদা পোশাক নিয়মিত ব্যবহারের পরেও ধবধবে সাদা রাখতে চাইলে একটু বাড়তি মনোযোগ দিতেই হবে আপনাকে।

  • সাদা পোশাক আলাদাভাবে ধুতে হবে অবশ্যই। নাহলে অন্য পোশাকের রঙ লেগে সাদা পোশাকের বারোটা বেজে যাওয়া সময়ের ব্যাপার।
  • সাদা কাপড়ে দাগ লাগলে আগেই সেই দাগ ভালো করে তুলে নিন। দাগযুক্ত স্থানে বেশি করে ডিটারজেন্ট পাউডার লাগিয়ে রেখে কিছুক্ষণ অপেক্ষা করে টুথব্রাশ দিয়ে ধীরে ধীরে ঘষে উঠিয়ে নিন দাগ। এভাবে না ওঠালে দাগ ছড়িয়ে নষ্ট হতে পারে পোশাকের অন্যান্য অংশ।
  • সহনীয় তাপমাত্রার গরম জলে পরিষ্কার করুন সাদা পোশাক। এতে সাদা পোশাক থাকবে উজ্জ্বল ও সুন্দর।
  • সাদা কাপড়ের উজ্জ্বলতা বাড়াতে লেবুর রস ব্যবহার করতে পারেন। কাপড় ভেজানোর সময় ডিটারজেন্টের সঙ্গে আধ কাপ লেবুর রস মিশিয়ে দিন।
  • ভিনেগার মিশ্রিত জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলেও সাদা পোশাক উজ্জ্বল হবে।
  • কড়া রোদে শুকান সাদা পোশাক। হলদে ভাব দূর হবে।

আরও পড়ুন: নববর্ষকে স্বাগত জানান এই তিন ধরণের শাড়িতে…

  • সাদা সিল্ক, জর্জেট, শিফন, মসলিন কাপড় সুতি কাপড়ের মতো বেশিক্ষণ ভেজানো যাবে না। এতে সুতা পাতলা হয়ে যেতে পারে, তাই তরল সাবান, শ্যাম্পু, লেবুর রস ব্যবহার করতে পারেন।
  • অনেকে সাদা কাপড়ে নীল দিয়ে থাকেন, সে ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, নইলে কোনো ফাঁকে, কাপড়ে নীলচে ছোপ ছোপ দাগ হয়ে যাবে। তাই নীলটা জলে মেশানোর পর যখন আকাশি রং হবে, তখনই তাতে কাপড় দিতে হবে। একেবারে গাঢ় নীল রঙে কাপড় দেবেন না, এতে করে কাপড়ের সাদা ভাব চলে গিয়ে নীলচে রং ধারণ করবে।
  • সাদা কাপড় ইস্ত্রি করার সময় তার ওপরে পাতলা পরিষ্কার কাপড় রেখে নেওয়া ভালো। কারণ সরাসরি তীব্র তাপ প্রয়োগে সাদা কাপড়ে হলদে ভাবের সৃষ্টি হয়।
  • সিল্কের সাদা পোশাকের জন্য সতর্ক হওয়া জরুরি। অনেক দিন যদি সাদা কাপড় পরা না হয় তবে কয়েক দিন পরপর আলমারি খুলে তার ভাঁজ উল্টে দিন। কারণ সিল্কের পোশাক ভাঁজে ভাঁজে ছিঁড়ে যেতে পারে। এজন্য সিল্কের কাপড় আলমারির ভেতর হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন।

আরও পড়ুন: Fashion Trend: বাঙালি কনের তত্ত্বে অতি অবশ্যই দিন এই ৫ ধরনের শাড়ি…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest