ডিটারজেন্ট ছাড়াই প্রিয় পোশাকে চা-কফির দাগ তুলতে পারেন ঘরোয়া এই উপায়গুলিতে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রিয় পোশাকে দাগ লাগলেও একটু তো মন খারাপ হয়ই! সেই দাগ থেকে মুক্তি পেতে গিয়ে তাতে সাবান কিংবা সার্ফ দিয়ে ঘষতে গিয়ে আবার বিপত্তি বাধে। কখনও রং উঠে যায়, কখনও গোটা পোশাকটাই খারাপ হয়ে যায়। তা আর পরার মতো অবস্থা থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই চা কিংবা কফির দাগের ক্ষেত্রে এমনটা হয়।

তবে চা কিংবা কফির দাগ থেকে সহজেই মুক্তি পেতে পারেন। তাও আবার ঘরোয়া উপায়ে। আপনার হাতের কাছেই রয়েছে সমস্যা সমাধানের উপায়। শুধু একটু তার সঠিক ব্যবহার জানতে হবে।

আরও পড়ুন: বিয়ের আগেই গর্ভবতী, জন্মদিনে জানুন কঙ্কনা সেনশর্মার কিছু অজানা কথা

  • টুথপেস্ট। হ্যাঁ, সকালের এই নিত্য প্রয়োজনীয় জিনিষটাই চা কিংবা কফির দাগ দূর করতে সিদ্ধহস্ত। দাগের জায়গায় প্রায় ১৫ মিনিট টুথপেস্ট লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।
  •  ডিম অর্ধেক সিদ্ধ করে করে তার সাদা অংশ দাগের জায়গায় লাগিয়ে আলতো করে ঘষতে থাকুন। মিনিট দু’য়েক রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। ব্যস! কেল্লাফতে।
  • পোশাকে চা কিংবা কফির দাগ যেখানে লেগে থাকবে সেখানে এক চামচ বেকিং সোডা দিয়ে ঘষতে থাকুন। তারপর কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। আপনার পোশাক একদম পরিষ্কার।
  • দাগের শত্রু ভিনিগার। একটি পাত্রে কয়েক কাপ জল নিন। তাতে ১ চা চামচ ভিনিগার দিন। ভাল করে মিশিয়ে নিন। তারপর যেখানে দাগ লেগেছে সেখানে হালকা হালকা স্প্রে করুন। কিছুক্ষণের মধ্যেই দাগ গায়েব হবে। আর আপনি নিজের পছন্দের পোশাকটি অক্ষত অবস্থায় ফেরত পাবেন।

আরও পড়ুন: একই মঞ্চে লক্ষ্মণ শেঠ, কুণাল ঘোষ! নয়া রাজনৈতিক জল্পনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest