হাতের মেদ লুকোতে ব্লাউজ পরার এই টিপসগুলো অতি অবশ্যই মেনে চলুন…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: শাড়ি পরতে মেয়েরা কেন যে এত ভালবাসে সেটা ভেবে দেখেছেন কখনও? এর কারণ হল, শাড়ির সঙ্গে পরা যায় নানা ডিজাইনের ব্লাউজ। যত রকম ডিজাইন আপনাদের কাছে পেশ করিনা কেন, এর ভাণ্ডার কখনও শেষ হয় না।

সম্প্রতি আমারই এক বন্ধু আমাকে বেশ কয়েকটা ফ্যাশন টিপস দিল যাতে ব্লাউজ পরলে হাতের উপরের অংশ মোটা (arm fat) দেখতে না লাগে। ভাবলাম, আপনাদের সঙ্গে ভাগ করে নিই টিপসগুলো, যদি আপনাদের কারও কাজে লাগে!

১। সঠিক ফ্যাব্রিক বাছুন

94704853 149247846636773 1907404970055645225 n


ব্লাউজ (blouse) আপনি কিনেই পরুন অথবা তৈরি করিয়ে, কীরকম ফ্যাব্রিকের ব্লাউজ পরছেন তার উপরে কিন্তু আমাদের শরীরের গঠনের ইলিউশন অনেকটাই নির্ভর করে। যেমন ধরুন যদি আপনি আপনি যদি ব্রোকেড বা ভারী কোনও ফ্যাব্রিকের ব্লাউজ (blouse) পরেন, সেক্ষেত্রে হাতের উপরের অংশ (arm fat) দেখতে মোটা লাগে। আবার রেয়ন, সিল্ক বা শিফনের ব্লাউজ পরলে যেহেতু এই ফ্যাব্রিকগুলি শরীরের সঙ্গে সেঁটে থাকে, কাজেই দেখতে ভাল লাগে। আপনার যদি হাতের উপরের অংশে মেদ থাকে তাহলে আপনি কোনও হালকা ফ্যাব্রিকের ব্লাউজ পরলে ভাল।

২। ব্লাউজের হাতা কতটা লম্বা, ভেবে নিন

81712874 518639312108850 4242588484839043118 n

ব্লাউজের (blouse) হাতা কীরকম তার উপরেও কিন্তু নির্ভর করে আমাদের হাত দেখতে কেমন লাগবে। যদি আপনার হাতের ঊর্ধ্বাংশে মেদ (arm fat) থাকে এবং তা আপনি চট করে লুকিয়ে ফেলতে চান, তাহলে একটু লম্বা হাতার ব্লাউজ পরুন। কনুইয়ের নীচ পর্যন্ত অথবা থ্রি-কোয়ার্টার ব্লাউজ পরলে হাতের উপরের অংশ দেখা যাবে না এবং খুব স্বাভাবিকভাবেই হাতের মেদও লুকোতে পারবেন। কিন্তু ফুলহাতা বা স্লিভলেস ব্লাউজ পরবেন না। আপনি চাইলে কেপ-হাতা বা বাটারফ্লাই হাতার ডিজাইনের ব্লাউজও পরতে পারেন।

আরও পড়ুন: স্রেফ একটি নেকলেসে আপনি হতে পারেন শুভশ্রীর মতো অনন্যা, দেখে নিন নায়িকার স্টাইল স্টেটমেন্ট…

৩। ব্লাউজের ফিটিং-এর উপরে নজর দিন

78942614 645682902637452 3504887618012126171 n

যে-কোনও পোশাকেরই যদি ফিটিং ঠিক না হয় তাহলে যত দামি পোশাকই পরুন না কেন, দেখতে ভাল লাগে না। এই ব্যাপারটি ব্লাউজের হাতার ক্ষেত্রেও প্রযোজ্য। যদি ব্লাউজের হাতার ফিটিং ঠিক না হয় তাহলে কিন্তু আপনি যত ট্রেন্ডি ডিজাইনের ব্লাউজই পরুন না কেন, হাতের মেদ বোঝা যাবে। কাজেই যখন ব্লাউজ কিনবেন অথবা দর্জির কাছে মাপ দিয়ে তৈরি করাবেন, সবসময়ে খেয়াল রাখুন ব্লাউজের হাতা যেন খুব বেশি টাইটও না হয় আবার খুব ঢিলেও না হয়।

৪। ব্লাউজের হাতায় যেন খুব বেশি কাজ করা না থাকে

101445826 175228143947163 4857263071059575296 n

হয়তো আপনার কোনও আত্মীয়া বা বন্ধুকে দেখলেন যে দারুণ কাজ করা একটি ব্লাউজ পরেছেন তিনি, আর আপনিও সঙ্গে সঙ্গে সেরকম ভারী কাজ করা ব্লাউজ তৈরি করে পরে ফেললেন – না প্লিজ সেটি করবেন না। আপনার হাতের উপরের অংশ যদি মোটা হয় বা মেদ (arm fat) থাকে, তাহলে খেয়াল রাখবেন ব্লাউজের (blouse) হাতায় যেন ভারী কাজ না থাকে। চুমকি, জরি বা স্টোন বসানো ব্লাউজ এড়িয়ে চলুন। না, একেবারেই বলছি না যে সাদামাটা ব্লাউজ পরুন, কিন্তু কাজ করা থাকলেও সুতোর কাজ বা হালকা ছিমছাম কাজ করা ব্লাউজ পরুন। এতে হাতের মেদ বোঝা যাবে না।

৫। গাঢ় রঙের ব্লাউজ পরুন:

69808710 557006531795275 8088730467758229541 n 1

কালো, খয়েরি, গাঢ় মেরুন, গাঢ় পার্পল, নেভি ব্লু বা বটল গ্রিন – এরকম রঙের ব্লাউজ পরার চেষ্টা করুন। গাঢ় রঙ আমাদের শরীরের মেদ লুকোতে সাহায্য করে। কাজেই আপনার হাতের উপরের অংশে যদি মেদ থাকে তাহলে অবশ্যই গাঢ় রঙ বেছে নিন।

আরও পড়ুন: আপনি কি জুতোর ব্যাপারে শৌখিন? তা হলে তারকাদের থেকে জেনে নিন ট্রেন্ডিং স্টাইল

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest