Karwa Chauth on October 24: Check out trending Mehendi designs to beautify your hands!

Karwa Chauth 2021: মেহেন্দি ছাড়া করওয়া চৌথ ব্রত অসম্পূর্ণ, রইল মনপসন্দ ডিজাইন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করওয়া চৌথ (Karva Chauth 2021) কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে এই ব্রত পালন করেন সধবা মহিলারা৷ করওয়া চৌথের দিনে সধবা মহিলারা (Married Women) স্বামীর (Husband) লম্বা আয়ুর প্রার্থণা করেন৷ স্বামীর মঙ্গল কামনায় তাঁরা নির্জলা এই ব্রত রাখেন৷ এই ব্রত পালনে মহিলারা নিজেদের দু হাতে মেহেন্দি (Mehndi) পরেন৷ মেহেন্দি আসলে সৌভাগ্যের প্রতীক মানা হয়৷ এই সময় সধবা মহিলারা বাজারে অথবা বাড়িতে হাতে মেহেন্দি লাগান৷ রইল এবারের করওয়া চৌথের জন্য বেশ কয়েকটি পছন্দসই ডিজাইন (Mehndi Design)৷

 

View this post on Instagram

 

A post shared by mehendi by maryam (@henna_by_maryamm)

যে মহিলারা সিম্পল ও হালকা ডিজাইন পছন্দ করেন তাঁরা এই নতুন ধরণের প্যাটার্নের লুক ট্রাই করতে পারেন৷ এই ডিজাইনটা খুব ভরাট না হলেও হাত খুব সুন্দর দেখতে লাগবে৷

 

View this post on Instagram

 

A post shared by BrownTouch Mehandi? (@brown__touch)

অ্যারেবিক প্যাটার্নের মেহেন্দি দিনে দিনে খুবই জনপ্রিয় হয়ে উঠছে৷ যদি আপনার এই ডিজাইন পছন্দ হয় তো এবারের কড়বা চৌথে এই প্যাটার্নের মেহেন্দি লাগাতেই পারেন৷ ব্ল্যাক ডাই দিয়ে আউটলাইন হাইলাইট করতে পারেন৷ এই ডিজাইন এথনিক ও ট্রেন্ডি দু ধরণের পোশাকেই ভালো দেখতে লাগবে৷

সদ্য বিবাহিতরা বিয়ের ধাঁচের হাত ভর্তি মেহেন্দিই পরতে পারেন নিজের প্রথম করওয়া চৌথে৷ যাঁরা ভর্তি মেহেন্দি পছন্দ করেন তাঁরাও লাগাতে পারেন এই রকমেক মেহেন্দি৷ এতে স্বামীর নাম বা নামের অদ্যাক্ষর দেওয়ার চল রয়েছে৷

 

View this post on Instagram

 

A post shared by creativemind.016 (@creative.mind016)

যে মহিলারা খুবই আধুনিক তাঁরা এই ধরণের ব্রেসলেট ডিজাইন পরতে পারেন৷ এটা একদমই নতুন ধরণের৷ প্রাচ্য বা পাশ্চাত্য দুই ধরণের লুকের সঙ্গেই এই মেহেন্দির ধরণ খুব ভালো যায়৷ এই নতুন ধরণের ডিজাইন স্বামীদেরও খুব ভালো লাগবে৷

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest