Site icon The News Nest

Karwa Chauth 2021: মেহেন্দি ছাড়া করওয়া চৌথ ব্রত অসম্পূর্ণ, রইল মনপসন্দ ডিজাইন

karwa chauth mehndi design

করওয়া চৌথ (Karva Chauth 2021) কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে এই ব্রত পালন করেন সধবা মহিলারা৷ করওয়া চৌথের দিনে সধবা মহিলারা (Married Women) স্বামীর (Husband) লম্বা আয়ুর প্রার্থণা করেন৷ স্বামীর মঙ্গল কামনায় তাঁরা নির্জলা এই ব্রত রাখেন৷ এই ব্রত পালনে মহিলারা নিজেদের দু হাতে মেহেন্দি (Mehndi) পরেন৷ মেহেন্দি আসলে সৌভাগ্যের প্রতীক মানা হয়৷ এই সময় সধবা মহিলারা বাজারে অথবা বাড়িতে হাতে মেহেন্দি লাগান৷ রইল এবারের করওয়া চৌথের জন্য বেশ কয়েকটি পছন্দসই ডিজাইন (Mehndi Design)৷

যে মহিলারা সিম্পল ও হালকা ডিজাইন পছন্দ করেন তাঁরা এই নতুন ধরণের প্যাটার্নের লুক ট্রাই করতে পারেন৷ এই ডিজাইনটা খুব ভরাট না হলেও হাত খুব সুন্দর দেখতে লাগবে৷

অ্যারেবিক প্যাটার্নের মেহেন্দি দিনে দিনে খুবই জনপ্রিয় হয়ে উঠছে৷ যদি আপনার এই ডিজাইন পছন্দ হয় তো এবারের কড়বা চৌথে এই প্যাটার্নের মেহেন্দি লাগাতেই পারেন৷ ব্ল্যাক ডাই দিয়ে আউটলাইন হাইলাইট করতে পারেন৷ এই ডিজাইন এথনিক ও ট্রেন্ডি দু ধরণের পোশাকেই ভালো দেখতে লাগবে৷

সদ্য বিবাহিতরা বিয়ের ধাঁচের হাত ভর্তি মেহেন্দিই পরতে পারেন নিজের প্রথম করওয়া চৌথে৷ যাঁরা ভর্তি মেহেন্দি পছন্দ করেন তাঁরাও লাগাতে পারেন এই রকমেক মেহেন্দি৷ এতে স্বামীর নাম বা নামের অদ্যাক্ষর দেওয়ার চল রয়েছে৷

যে মহিলারা খুবই আধুনিক তাঁরা এই ধরণের ব্রেসলেট ডিজাইন পরতে পারেন৷ এটা একদমই নতুন ধরণের৷ প্রাচ্য বা পাশ্চাত্য দুই ধরণের লুকের সঙ্গেই এই মেহেন্দির ধরণ খুব ভালো যায়৷ এই নতুন ধরণের ডিজাইন স্বামীদেরও খুব ভালো লাগবে৷

Exit mobile version