Site icon The News Nest

এক লুকে একঘেয়ে! নাকে দুলুক নোলক, দেখে নিন নয়া সম্ভার…

nosepin 1

নাকে এককালে নোলক দুলত। প্রাচীন আমলে নাকে গয়নার চল ছিল ভীষণ। সবাই জানেন, ফ্যাশন ফিরে ফিরে আসে। বহু যুগের ওপার থেকে নথ (nath), নোলক, নাকচাবি হাল আমল আবার কাঁপাচ্ছে। নাকের গড়ন যেমনই হোক, গয়না পড়লেই যেন রূপ ফেরে তার। শুধু বিয়েবাড়ি বা ফ্যাশন রাম্পে নয়, নিত্যদিনেও নাকের সজ্জা নানা স্টাইলের Nose Pins। সোনা, রুপো, মুক্তো বা হিরে খচিত নাকের গয়নার বিশাল সম্ভার অনলাইনেও। কিনতে চাইলে দেখতে পারেন—

মহারাষ্ট্রীয় নথ পরে নাকের গ্ল্যামার বাড়ান

সোনায় মোড়া ময়ূরের নকশা আর সাদা মোতির বাহার, লুক বদলাতে যথেষ্ট।

১৯ লাইকস নন-পিয়ার্সড নোজ পিন

রোজ গোল্ড মেটালে তৈরি নোলক। সঙ্গে হিরের দ্যুতি ছড়ানো পাথর। নাকে ফুটো না থাকলেও চলবে। নোলক দুলবে স্বচ্ছন্দে।

আরও পড়ুন: আপনি মোটা? কোন ধরনের শাড়ি মানাবে আপনাকে, টিপস দিলেন সেলেব ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়

সিলভার ডিউ ৯২৫ সিলভার নোজ পিন

ঝকঝকে পাথরে ধবধবে সাদা এই গয়না পাশ্চাত্য পোশাকেও মানানসই।

 

অনুরাধা আর্ট সিলভার অক্সিডাইজড নোজ পিন

ছিমছাম সাজ পছন্দ যাঁদের তাঁদের জন্য এই নাকচাবি। শাড়ি, স্কার্ট, সালোয়ার, প্যান্ট—সবেতেই মানানসই।

 

মীনাজ ফলস নোজ পিন

সাদা, লাল মোতি দিয়ে গড়া এই নথ পড়তে নাকে ফুঁটো করার দরকার পড়ে না। শাড়ির সঙ্গে দারুণ লাগে এই নথ।

অ্যাকসেসর গোল্ডেন কপার নোজ পিন

একটি বাক্সে তিন রকমের নাকচাবি। ঘুরিয়ে ফিরিয়ে ইচ্ছেমতো পরুন।

আরও পড়ুন: লকডাউনে নিজের ঘরেই ‘ডেট’ করলেন তারা সুতারিয়া! জেনে নিন কি ভাবে এত সুন্দর সাজলেন তিনি…

Exit mobile version