Father’s Day 2020: বাবা মানে নিখাদ আশ্রয়, শীতল ছায়া! প্রিয়জনকে শুভেচ্ছা জানান এই মেসেজগুলির মাধ্যমে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

 

The News Nest: বাবা! যে শব্দের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকখানি ভালোবাসা আর একটুখানি ভয়। সব আবদারের ঠিকানা,.বাবা। সন্তানের জন্মের আগে থেকেই যিনি তাঁর ভবিষ্যত জীবন সুরক্ষিত করতে দিনরাত পরিশ্রম করেন তিনি বাবা।সন্তানের জন্য যিনি গোটা জীবন বরাদ্দ করেন,তাঁর জন্য একটি বিশেষ দিন হয় নাকি? 

1

তবুও একটা বিশেষদিন তাঁদের জন্য তোলা থাকলে মন্দ কী? জুন মাসের তৃতীয় রবিবার সেলিব্রেট করা হয় ফাদার্স ডে হিসাবে। এই বিশেষ দিন মন খুলে বাবাকে বলুন মনের কথা। সেই জন্যই দি নিউজ নেস্টের তরফে রইল ফাদার্স ডে’র বিশেষ মেসেজ, কোট।

2

ভাল করে হাঁটতে শিখে যাওয়ার পর তুমি হয়তো সেভাবে আর আমার হাত ধরতে না, কিন্তু আমি জানি সেই ছোট্ট আমিকে তুমি মনের মণিকোঠায় বন্দী করে রেখেছ। হ্যাপি ফাদার্স ডে বাবা। 

আরও পড়ুন: World Music Day 2020: কবে থেকে শুরু হল ‘বিশ্ব সঙ্গীত দিবস’, জেনে নিন ইতিহাস

9

আজকের দিনটা আনন্দে আর খুশিতে ভরে উঠুক, আগামির প্রতিটা দিনও একটাই প্রার্থনা..আমাকে এইভাবেই আগলে রেখো বাবা….

4 1

এখনো তো বড় হইনি আমি,ছোট আছি ছেলেমানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব..বড় হয়ে বাবার মতো হলে। (রবীন্দ্রনাথ ঠাকুর)

8

হতে পারি আমি আজ, তোমার চেয়ে লম্বা, তবুও আমি কিন্তু তোমার দিকেই তাকিয়ে থাকি বাবা…..লাভ ইউ ড্যাড।

5

সময় বদলাচ্ছে, তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে ‘জেনারেশন গ্যাপ’ একটি বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এই দূরত্ব এড়াতে হলে নিজের বাবাকে বর্তমান প্রজন্ম সম্পর্কে সম্যক জ্ঞান দিতে হবে। যাতে তাঁরা পিছিয়ে না পড়েন তাঁর দায়িত্ব সন্তানদেরই। প্রতিটি সন্তানের উচিত যেভাবে বাবারা তাদের সর্বস্ব দিয়ে ছোট থেকে বড় করেছেন ঠিক সেভাবেই সন্তানদেরও নিজেদের সর্বস্ব দিয়ে পিতার খেয়াল রাখা। প্রতিটি দিন হোক পিতাদের জন্য।

দেখুন ভিডিও…

https://youtu.be/Rk4gYMAWtlk

আরও পড়ুন: খাদের ধারে ডিগবাজি! হার্টের সমস্যা থাকলে ভিডিও দেখবেন না…

Gmail 4
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest