করোনা বিহীন এই শহরে বাড়ি বিক্রি হচ্ছে মাত্র ৮৫ টাকায়! কিনবেন নাকি?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: মাত্র ৮৫ টাকা!‌ রোজকার জীবনে দু’‌বেলা খেতেই ভারতবাসীর এই টাকা খরচ হয়। আর সেই পরিমাণ টাকাতেই কিনা দেওয়া হচ্ছে আস্ত একটা বাড়ি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ফেক নিউজ নয়, খবরটি সত্যি। সম্পত্তি বিক্রিতে এই অবিশ্বাস্য সেল চলছে ইউরোপের দেশ ইতালিতে।

ইতালি শুনলেই যাঁদের মনে মনে বলছেন, সাধ করে ‘করোনার মৃত্যুপরী’তে যাব কেন? তাঁদের জন্য আর একটি তথ্য– ইতালীর যে শহরটি আপনাকে বাড়ি কেনার জন্য সেখানে আমন্ত্রণ জানাচ্ছে, সেখানে করোনাভাইরাসে মৃত্যু তো দূর অস্ত, একজনেরও সংক্রমণ ধরা পড়েনি। তাই করোনামুক্ত শহর হিসেবে জারি করেই তারা লোক ডাকছে।

ইতালির ক্যালাব্রিয়ার দক্ষিণ অঞ্চলের এই শহরে মূলত সিনকেফ্রন্দি সম্প্রদায়ের বাস। ইতালীয়দের কাছে এই শহরটির নাম চিনকেফ্রন্দি। সাহেবরা বলেন সিংকফ্রন্দি। যে নামেই ডাকুন গাছগাছালি, সবুজে সাজানো সুন্দর এক শহর। এখানেই আপনার জন্য অপেক্ষা করছে মনোরম একটি বাড়ি। হ্যাঁ, মাত্র ১ ইউরোয়। ভারতীয় মুদ্রায় যার দাম পড়ছে ₹৮৫.৭৯। না, বিজ্ঞাপনী চমক নয়। ৮৫ টাকায় বাড়ি বুক করে, পরে বাকি দাম দেওয়ার গল্পও নেই। এই এক ইউরোই দাম একটি বাড়ির।

আরও পড়ুন: জানেন কি আজ লাল গোলাপ দিবস! জেনে নিন দিনটির পিছনে লুকিয়ে থাকা ইতিহাস…

আসুন, এই শহরের যিনি মেয়র, সেই মিশেল কনিয়া কী বলছেন, শুনি। এই যে প্রকল্প, এর নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বিউটি’ (Operation Beauty)। নামেই বুঝতে পারছেন, শহর সাজানোই লক্ষ্য। কোলাহল জনমানবহীন নির্জন শহর তো প্রাণহীন। প্রকৃতি যত রূপ উজাড় করে দিক, লোকই যদি না-থাকে, শহর কী আর শহর বলে মানায়। লোক নেই, সে কথা ভুল। আছে, কিন্তু অনেক কম। তাই নামমাত্র মূল্যে বাড়ি দিয়ে, লোকজন টেনে আনতে চান মেয়র।

বরাবরই যে এই শহর এমন জনমানবহীন ছিল, তা কিন্তু নয়। এককালে অনেক লোকের বাস ছিলচিনকেফ্রন্দি শহরে। বহু পুরনো দিনের কথা নয়। কিন্তু, কর্মসত্রে, রুটিরুজির প্রয়োজন অনেকেই শহর ছেড়ে গিয়েছেন। কেউ ভিন দেশেও চলে গিয়েছেন। তাঁদের বাড়িগুলি দাবিদারহীন, পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ৮৫ টাকায় তেমনই এক-একটি বাড়ি তুলে দিতে চান মেয়র।

5ee240b53ad86115416d2b95?width=600&format=jpeg&auto=webp

‘চিনকেফ্রন্দি’র অর্থ পাঁচ গ্রাম। কী নেই। মনকাড়া একাধিক পাহাড়। নদী। দুটো সমুদ্র…। বাড়ি থেকে গাড়িতে চেপে মাত্র পনেরো মিনিটে আপনি পৌঁছে যাবে সমুদ্রসৈকতে। মেয়েরের আক্ষেপ, এত কিছু থাকতেও গোটা শহরের যেন পরিত্যক্ত অবস্থা! ৪০ থেকে ৫০ বর্গ মিটারের এক-একটা বাড়ি, এ ভাবে পড়ে থাকতে দেখে মেয়রের মন কাঁদে।

যাবেন নাকি? উষ্ণ অভ্যর্থনা পাবেন!

আরও পড়ুন: বড় বিপদ বাইরে! ফেস মাস্ক আর ফেস শিল্ড – দুটোর মধ্যে কোনটা বেশি কাজের?

Gmail 2
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest