মনকাড়া মুমতাজ, দেখে নিন নায়িকার বাছাই ছবি…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: বাবা ও দাদু কিংবদন্তি জাদুকর। ম্যাজিক তাঁর রক্তে। মুমতাজ চান সেলুলয়েডে ম্যাজিক দেখাতে। রইল মুমতাজ সরকারের নানা মুহূর্ত।

আরও পড়ুন: বাড়ি বসে মাস্ক বানানো শেখালেন মিমি, ভিডিও দেখে শিখে নিন আপনিও

https://www.instagram.com/p/BmSKvIwAqxH/

বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত মমতাজ সরকার। তাঁর কথায়, ‘‘ করোনা একটা মহামারী, যা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায়  আইসোলেশন। কিন্তু কিছুতেই আমরা সেটা করে উঠতে পারছিনা। এই সহজ কথাটা বুঝতে না পারলে কিন্তু ক্ষতি আমাদেরই। আমরা সকলে কেন বুঝতে পারছি না, কোনও ধরনের জমায়েত তৈরি তৈরি করলে কিংবা ভিড়ের মধ্যে গেলে এই রোগ হওয়ার সম্ভাবনা প্রবল। করোনা স্পর্শে ছড়ায়। তাই দূরে থাকা। সামাজিক দূরত্ব রাখা, এই মুহূর্তে খুব প্রয়োজন। এই কয়েকটা জিনিস যদি আমরা মেনে চলতে পারি তাহলে এই ভাইরাস ছড়াবে কম। ’’

আরও পড়ুন: রয়্যালটির অর্ধেকটা রতন কাহারকে দিতে চাই, ‘গেন্দাফুল’ বিতর্কে ইতি টানলেন

https://www.instagram.com/p/BlMy_M_AZP_/

তবে বাড়ির কাজকর্ম নিয়ে খুব একটা বিপাকে পড়তে হচ্ছে না মুমতাজকে। গোটা বছরই বাড়ি-ঘর পরিষ্কার করেন নায়িকা ও তাঁর দিদিরা। গৃহবন্দি বলে নতুন করে কিছু করছেন না। এই প্রসঙ্গে নায়িকা বললেন, ‘‘ সারা বছরই বাড়ি পরিষ্কার করতে হয়। নিজেদের বাড়ি আমরা পরিষ্কার করব না তো কে করবে? ভিডিও করে বাড়ি ঝাট দিলাম, ঘর মুচ্ছি, হাত ধুচ্ছি, সেগুলো না দেখালেও চলবে।’’

আরও পড়ুন: লকডাউনে ঘোড়সওয়ারিতে মজেছেন ভাইজান, দেখে নিন ভিডিও

https://www.instagram.com/p/BkrcBFygONd/

উল্লেখ্য, বাংলাদেশে একটি মিউজিক অ্যালবামে কাজ করা দিয়েই বিনোদন দুনিয়ায় পা রাখেন মুমতাজ।

https://www.instagram.com/p/BlauXSpgy63/

হইচইয়ের লেটেস্ট ওয়েবসিরিজ শব্দ জব্দ -তে দেখা গিয়েছি তাঁকে। তাঁর অভিনয় প্রতিভা মুগ্ধ দর্শকরা।

আরও পড়ুন: মাস্কের জন্য ৩ কোটি অনুদান অক্ষয়ের, স্বাস্থ্যকর্মীদের জন্য নিজের হোটেল খুলে দিলেন সোনু সুদ

https://www.instagram.com/p/BoJHXDZlpvJ/

‘শব্দ জব্দ’ একটি সাসপেন্স থ্রিলার ঠিকই কিন্তু এই সিরিজের পরতে পরতে মূল্যবোধের কথা উঠে আসে। সিরিজের গল্পটি লিখেছেন সৌরভ চক্রবর্তী। চিত্রনাট্য লিখেছেন দীপাঞ্জন সুরঞ্জনা চন্দ এবং অভ্র চক্রবর্তী। এত পরিণত চিত্রনাট্য বাংলা ওয়েব মাধ্যমে কমই দেখা যায়। রজত কাপুর তো অনবদ্য বটেই, মুমতাজ সরকারকে এমন একটি চরিত্রে এবং লুকে আগে কখনও দেখেননি দর্শক।

https://www.instagram.com/p/Bmm6MLygi20/

লিভ-ইন সম্পর্কের প্রতি তাঁর সমর্থন নেই বলে সাফ জানিয়েছেন মুমতাজ। অভিনেত্রীর বক্তব্য, সম্পর্ক একটি সিদ্ধান্ত এবং এটা একদিনে গড়ে ওঠে না। সম্পর্কের পরিণত পর্যায়ে যদি একসঙ্গে থাকতে চান দু’জন মানুষ তবে বিয়ে না করে লিভ-ইন করার কথা তখনই ভাবেন, যখন তাঁরা মনে মনে জানেন যে এটা স্থায়ী নয় বা স্থায়ী হতে দিতে তাঁরা চান না। আর সেখানেই আপত্তি মুমতাজের।

আরও পড়ুন: ‘মাসাকলি’ ২.০ নিয়ে ক্ষুদ্ধ এ আর রহমান,বললেন- ‘আপনার কানের ক্ষতি হতে পারে’

https://www.instagram.com/p/BtglwqCFbmC/

তার কথায়, যদি আমার পার্সোনাল ওপিনিয়ন বলো, আমি লিভ-ইন-কে সাপোর্ট করি না। যদি আমি কাউকে ভালবাসি, তার সঙ্গে থাকতে চাই, তবে বিয়ে না করে লিভ-ইন কেন? তার মানে কি আসলে একটা দরজা খুলে রাখতে চাইছি? সম্পর্কে কোনও রকম ওঠাপড়া ঘটলেই, যাতে বেরিয়ে যাওয়া যায়? আমি আসলে সম্পর্ককে এভাবে দেখি না।

https://www.instagram.com/p/B0aUzmrlwWk/

আরও পড়ুন: ‘চা কাকু’র সারাজীবনের দায়িত্ব নিলেন মিমি চক্রবর্তী, কথা বললেন ভিডিয়ো কলে

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest