নতুন কিছু ট্রাই করতে ইচ্ছা করছে?…ঝট করে রেঁধে ফেলুন ঝাল ঝাল হায়দ্রাবাদি চিকেন কারি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এমনিতে মুরগির যে কোনো আইটেম পরিবারের সবাই খুশিমনে খায়। আর ঝাল ঝাল হায়দ্রাবাদি চিকেন কারি রান্না হলে তো সবাই চেটেপুটে খাবেই! খুব সহজ রেসিপিতে এবং অল্প সময়ে সুস্বাদু এই আইটেমটি তৈরি করতে পারেন। তাহলে, দেরি না করে হায়দ্রাবাদি চিকেন কারি তৈরির পুরো রেসিপিটি জেনে নিন!

হায়দ্রাবাদি চিকেন কারি তৈরির প্রণালী

উপকরণ

মুরগি- ১ কেজি
রসুন বাটা- ২ চা চামচ
আদা বাটা- ১ চা চামচ
পেঁয়াজ বাটা- ২ চা চামচ
বাদাম বাটা- ১ চা চামচ
টকদই– ২ টেবিল চামচ
সরিষা বাটা- ১/২ চা চামচ
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
লালমরিচের গুঁড়ো- ১ চা চামচ
কাঁচামরিচ বাটা- ২ চা চামচ
জিরে গুঁড়ো- ১/২ চা চামচ
কারিপাতা- ৩টি
গরম মসলার গুঁড়ো- ১ চা চামচ
এলাচ, তেজপাতা, গোটা গোলমরিচ- ২টি করে
নুন- স্বাদ অনুযায়ী
তেল- ৩ টেবিল চামচ

আরও পড়ুন: গরমে প্রশান্তির ছোঁয়া পেতে চান? ঝটপট বানিয়ে ফেলুন লেমন স্ট্রবেরি জুস

Hyderabadi Murgh Kaju Korma

প্রস্তুত প্রণালী

১) প্রথমে মুরগির টুকরোগুলো ভালোভাবে ধুয়ে কাঁচালঙ্কা বাটা, নুন ও টকদই দিয়ে মাখিয়ে রাখুন।

২) অন্যদিকে একটি বড় প্যানে তেল গরম করে তাতে কারিপাতা, এলাচ, তেজপাতা ও গোটা গোলমরিচ ফোঁড়ন দিন।

৩) তারপর একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। প্রয়োজনে সামান্য জল যোগ করতে পারেন। খেয়াল রাখবেন, মসলা যেন পুড়ে না যায়!

৪) এবার চিকেনের টুকরোগুলো দিয়ে মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নিন ও নাড়তে থাকুন।

৫) চুলার তাপ মাঝারী রেখে একে একে নুন, লাললঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও সর্ষে বাটা দিয়ে আবার কষিয়ে নিন। সময় নিয়ে চিকেন কষাতে হবে, দরকার হলে জল দিতে পারেন।

৬) এবার চিকেন সেদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো জল দিন ও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। মিনিট দশেক পর ঢাকনা খুলে বাদাম বাটা ও গরম মসলার গুঁড়ো দিয়ে দিন।

৭) বাদাম বাটা দেওয়াতে চিকেন কারি ঘন হয়ে আসবে। চিকেন ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না সেটা দেখে নিবেন। এবার হালকা আঁচে কিছুক্ষণের জন্য দমে রাখুন।

ব্যস, মজাদার হায়দ্রাবাদি চিকেন কারি রেডি টু সার্ভ! উপরে কাঁচালঙ্কার ফালি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। সাদাভাত, পোলাও, নান কিংবা পরোটার সাথে দারুণ মানিয়ে যাবে এই ডিশটি। আর দেখলেন তো, এটা বেশ তাড়াতাড়ি ও ঝামেলাবিহীনভাবে রান্না করা যায়। তাহলে এই রেসিপিটি ট্রাই করে ফেলুন এই ছুটির দিনেই!

আরও পড়ুন: প্রবল গরমে পাতে থাক মুখরোচক কুমড়োর চটপটি

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest