The News Nest: এক নম্বরে থাকা রিয়াল মাদ্রিদকে টপকে চলতি লিগে ফের শীর্ষে উঠে গেল কিকে সেতিয়েনের দল। গতকাল দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।
ক্রোয়েশিয়ান ইভান র্যাকিটিচের একমাত্র গোলে ফের লা লিগার শীর্ষ স্থানে পৌঁছে গেল লিওনেল মেসির বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাও-এর বিরুদ্ধে কষ্টার্জিত জয়ে ফের রিয়াল মাদ্রিদকে টপকে গেল বার্সা। এর আগের ম্যাচে সেভিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে অস্বস্তিতে পড়ে গিয়েছিল মেসির দল। তবে নিজে সাফল্য না পাওয়ায় ৭০০ গোলের মাইলস্টোন এই ম্যাচেও ছোঁয়া হল না এলএম টেনের।
আরও পড়ুন : টেনিসেও করোনা থাবা, সস্ত্রীক করোনা আক্রান্ত নোভাক জোকোভিচ, জানালেন নিজেই
ম্যাচের প্রথমার্ধে দুই দলের মধ্যে হাড্ডিহাড্ডি লড়াই হয়। একাধিক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। ফলে প্রথমার্ধ শেষে খেলার ফল থাকে ০-০। দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় লিওলেন মেসির দল। গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপান লুইস সুয়ারেজরা। অবশেষে ৭১ মিনিটের মাথায় গোল পেয়েই যায় বার্সা।
এ জয়ের মাধ্যমে ৩১ ম্যাচে ২১ জয় ও ৫ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বার্সেলোনা। আজ বুধবার রিয়াল মায়োর্কার বিপক্ষে জিতলে আবার শীর্ষে উঠবে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৬৫।
বৃহস্পতিবার মায়োরকার বিরুদ্ধে নিজেদের পরবর্তী লিগ ম্যাচ খেলবেন সার্জিও র্যামোসরা। সেই ম্যাচ জিতলে ফের লিগ তালিকার শীর্ষ স্থানে পৌঁছে যাবে জিনেদিন জিদানের দল। তালিকার তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ৩১ ম্যাচ খেলে বর্তমানে ৫৫ পয়েন্টে রয়েছে।
আরও পড়ুন : ৩৩ -এ পা লিও মেসির, ফ্যানদের শুভেচ্ছা জোয়ারে ভাসছেন ‘দ্য ম্যাজিশিয়ান’