Site icon The News Nest

মঙ্গলবার শুরু রেল পরিষেবা, দেখে নিন সমস্ত ট্রেনের সময়সূচি

train e1592212859218

নয়াদিল্লি: লকডাউনের মাঝেই রবিবার বড় ঘোষণা করেছে ভারতীয় রেল। জানিয়ে দেওয়া হয়, ১২ মে অর্থাৎ মঙ্গলবার থেকেই ফের চালু হবে যাত্রীবাহী ট্রেন পরিষেবা। অল্প সংখ্যক ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবে যাত্রীদের। ধীরে ধীরে বাড়বে ট্রেনের সংখ্যা। তবে টিকিট কাটতে হবে অনলাইনে।কোন কোন স্টেশন থেকে ট্রেন ছাড়বে? তাদের গন্তব্যই বা কী হবে? চলুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি।

এবার একনজরে দেখে নেওয়া যাক কোন ট্রেন কবে কোন স্টেশন থেকে ছাড়বে?

১. হাওড়া-নয়া দিল্লি স্পেশ্যাল ট্রেন- ছাড়বে ১২ মে বিকেল সাড়ে ৪টে। যাবে রোজ।
২. নয়াদিল্লি-হাওড়া স্পেশ্যাল ট্রেন- ছাড়বে ১৩ মে বিকেল ৪টে ৫৫ মিনিটে। চলবে প্রতিদিন।
৩. রাজেন্দ্র নগর-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ছাড়বে ১২ মে সন্ধে ৭টা। চলবে প্রতিদিন।
৪. নয়াদিল্লি- রাজেন্দ্র নগর স্পেশ্যাল ট্রেন- ১৩ মে ছাড়বে বিকেল ৫টা ১৫ মিনিটে। চলবে প্রতিদিন।
৫. ডিব্রুগড়-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ১৪ মে রাত ৮টা ৩৫ মিনিটে ছাড়বে। চলবে প্রতিদিন।
৬. নয়াদিল্লি-ডিব্রুগড় স্পেশ্যাল ট্রেন- ১২ মে ছাড়বে বিকেল ৪.১০-এ। চলবে প্রতিদিন।
৭. নয়াদিল্লি-জম্মু তাওয়াই স্পেশ্যাল ট্রেন- ছাড়বে ১২ মে রাত ৮টা ৪০-এ। চলবে প্রতিদিন।
৮. জম্মু তাওয়াই-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ছাড়ার সময় ১৩ মে সন্ধে ৭টা ৪০ মিনিট। চলবে প্রতিদিন।
৯. বেঙ্গালুরু-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ১২ মে সন্ধে ৮টায় ছাড়বে ট্রেনটি। চলবে প্রতিদিন।
১০. নয়াদিল্লি-বেঙ্গালুরু স্পেশ্যাল ট্রেন- ১৪ মে রাত ৮টা ৪৫ মিনিটে ছাড়বে। চলবে প্রতিদিন।
১১. তিরুঅনন্তপুরম-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ১৫ মে ছাড়বে সন্ধে ৭টা ১৫ মিনিটে। চলবে মঙ্গল-বৃহস্পতি ও শুক্রবার।
১২. নয়াদিল্লি-তিরুঅনন্তপুরম স্পেশ্যাল ট্রেন- ছাড়বে ১৩ মে সকাল ১০.৫৫-য়। চলবে মঙ্গল-বুধ-রবিবার।
১৩. চেন্নাই সেন্ট্রাল-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ১৫ মে ভোর ৬টা ৫মিনিটে ছাড়বে। চলবে শুক্র ও রবিবার।
১৪. নয়াদিল্লি-চেন্নাই সেন্ট্রাল স্পেশ্যাল ট্রেন- ১৩মে ছাড়বে বিকেল ৩.৫৫ মিনিটে। বুধ ও শুক্রবার চলবে।
১৫. বিলাশপুর-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ১৪ মে দুপুর ২টোয় ছাড়বে। চলবে সোম ও বৃহস্পতিবার।
১৬. নয়াদিল্লি-বিলাশপুর স্পেশ্যাল ট্রেন- ছাড়বে ১২ মে বেলা ৩.৪৫। মঙ্গল ও শনিবার চলবে।
১৭. রাঁচি-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ১৪ মে ছাড়ার সময় বিকেল ৫.১০। বৃহস্পতি ও রবিবার চলবে।
১৮. নয়াদিল্লি-রাঁচি স্পেশ্যাল ট্রেন- ১২ মে বিকেল ৪টেয় ছাড়বে। চলবে বুধ ও শনিবার।

আরও পড়ুন: শিকেয় সামাজিক দূরত্ব, এবার সব আসন ভর্তি করে চলবে শ্রমিক স্পেশাল ট্রেন


১৯. মুম্বই সেন্ট্রাল-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ছাড়ার সময় ১২ মে বিকেল ৫টা। চলবে রোজ।
২০. নয়াদিল্লি-মুম্বই সেন্ট্রাল স্পেশ্যাল ট্রেন- ১৩ মে বিকেল ৪.২৫-এ ছাড়বে। চলবে রোজ।
২১. আহমেদাবাদ-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ১২ মে বিকেল ৫টা ৪০-এ ছাড়বে। চলবে রোজ।
২২. নয়াদিল্লি-আহমেদাবাদ স্পেশ্যাল ট্রেন- ১৩ মে সন্ধে ৭.৫৫ মিনিটে ছাড়বে। রোজ চলবে।
২৩. আগরতলা-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ১৮ মে ছাড়বে সন্ধে সাড়ে ৬টায়। চলবে সোমবার।
২৪. নয়াদিল্লি-আগরতলা স্পেশ্যাল ট্রেন- ২০ মে ছাড়বে সন্ধে ৭.৫০ মিনিটে। চলবে বুধবার করে।
২৫. ভুবনেশ্বর-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ১৩ মে ছাড়বে সকাল সাড়ে ৯টায়। রোজ চলবে।
২৬. নয়াদিল্লি-ভুবনেশ্বর স্পেশ্যাল ট্রেন- ১৪ মে ছাড়বে বিকেল ৫.০৫ মিনিটে। রোজ চলবে।
২৭. নয়াদিল্লি-মারগাঁও স্পেশ্যাল ট্রেন- ১৫ মে প্রথম ট্রেন ছাড়বে সকাল ১০.৫৫ মিনিটে। চলবে শুক্র ও শনিবার।
২৮. মারগাঁও-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ১৭ মে সকাল ১০টায় যাত্রা শুরু। চলবে রবি ও সোমবার।
২৯. সেকেন্দ্রাবাদ-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ২০ মে ছাড়বে বেলা ১২টা ৪৫ মিনিটে। চলবে বুধবার।
৩০. নয়াদিল্লি-সেকেন্দ্রাবাদ স্পেশ্যাল ট্রেন- ১৭ মে যাত্রা শুরু বিকেল ৩টে ৫৫ মিনিটে। চলবে রবিবার।

আরও পড়ুন: পাশে ছিলেন অসময়ে, ইরফানের প্রতি ভালবাসায় বদলে গেল গ্রামের নাম!

Exit mobile version