ভারতে করোনা চিকিৎসায় নয়া ওষুধ গ্লেনমার্কের ‘ফাবিফ্লু’, দাম ট্যাবলেট প্রতি ১০৩ টাকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মৃদু থেকে মাঝারি মাত্রার কোভিড-১৯ সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য নতুন অ্যান্টি-ভাইরাল ওষুধ বাজারে আনল এক ভারতীয় সংস্থা।

মুম্বইয়ের গ্লেনমার্ক ফার্মার আনা ফাভিপিরাভির গোত্রের ওই নতুন অ্যান্টি-ভাইরাল ওষুধটির নাম ফাবিফ্লু। প্রসঙ্গত, গ্লেনমার্ক হল দেশের প্রথম সংস্থা যারা কোনও অ্যান্টিভাইরালের বাণিজ্যিক উৎপাদন শুরু করল। এই ওষুধ উৎপাদন ও বিক্রির জন্য সংস্থাকে অনুমতি দিয়েছে দেশের ড্রাগ কন্ট্রোল জেনারেল।

আরও পড়ুন : সৌরভের পরিবারে করোনা থাবা আসলে গুজব! দিব্বি আছেন দাদা স্নেহাশিস

ফাবিফ্লু-র ৩৪টি ট্যাবলেটের একটি প্যাকেটের দাম ধার্য করা হয়েছে ৩,৫০০ টাকা। অর্থাৎ, ২০০ মিলিগ্রামের এক-একটি ট্যাবলেটের দাম প্রায় ১০৩ টাকা। ওষুধের ডোজ হল– প্রথমদিন ৯টি ট্যাবলেট। পরের ১৪ দিন ৪টি করে ট্যাবলেট প্রতিদিন।

জানা গিয়েছে, দেশের ১১টি শহরে ৯০ জন মৃদু ও ৬০ মাঝারি কোভিড-১৯ সংক্রমিত রোগীর শরীরে এই ওষুধের প্রয়োগ প্রক্রিয়া চালানো হয়েছে। সংস্থার দাবি, এই পর্যায়ের কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে ৮০ শতাংশ কার্যকরী হয়েছে ফাবি-ফ্লু।

এখানে বলে রাখা প্রয়োজন, দেশে এই মুহূর্তে করোনায় মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর হার ৩.২৮%। ভারতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৪ লক্ষ।

আরও পড়ুন : বাড়িতে বসে ৪ মিনিটে খুলুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ন্যূনতম ব্যালেন্স রাখার নেই ঝঞ্ঝাট

Gmail 4

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest