Site icon The News Nest

ভারতে করোনা চিকিৎসায় নয়া ওষুধ গ্লেনমার্কের ‘ফাবিফ্লু’, দাম ট্যাবলেট প্রতি ১০৩ টাকা

মৃদু থেকে মাঝারি মাত্রার কোভিড-১৯ সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য নতুন অ্যান্টি-ভাইরাল ওষুধ বাজারে আনল এক ভারতীয় সংস্থা।

মুম্বইয়ের গ্লেনমার্ক ফার্মার আনা ফাভিপিরাভির গোত্রের ওই নতুন অ্যান্টি-ভাইরাল ওষুধটির নাম ফাবিফ্লু। প্রসঙ্গত, গ্লেনমার্ক হল দেশের প্রথম সংস্থা যারা কোনও অ্যান্টিভাইরালের বাণিজ্যিক উৎপাদন শুরু করল। এই ওষুধ উৎপাদন ও বিক্রির জন্য সংস্থাকে অনুমতি দিয়েছে দেশের ড্রাগ কন্ট্রোল জেনারেল।

আরও পড়ুন : সৌরভের পরিবারে করোনা থাবা আসলে গুজব! দিব্বি আছেন দাদা স্নেহাশিস

ফাবিফ্লু-র ৩৪টি ট্যাবলেটের একটি প্যাকেটের দাম ধার্য করা হয়েছে ৩,৫০০ টাকা। অর্থাৎ, ২০০ মিলিগ্রামের এক-একটি ট্যাবলেটের দাম প্রায় ১০৩ টাকা। ওষুধের ডোজ হল– প্রথমদিন ৯টি ট্যাবলেট। পরের ১৪ দিন ৪টি করে ট্যাবলেট প্রতিদিন।

জানা গিয়েছে, দেশের ১১টি শহরে ৯০ জন মৃদু ও ৬০ মাঝারি কোভিড-১৯ সংক্রমিত রোগীর শরীরে এই ওষুধের প্রয়োগ প্রক্রিয়া চালানো হয়েছে। সংস্থার দাবি, এই পর্যায়ের কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে ৮০ শতাংশ কার্যকরী হয়েছে ফাবি-ফ্লু।

এখানে বলে রাখা প্রয়োজন, দেশে এই মুহূর্তে করোনায় মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর হার ৩.২৮%। ভারতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৪ লক্ষ।

আরও পড়ুন : বাড়িতে বসে ৪ মিনিটে খুলুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ন্যূনতম ব্যালেন্স রাখার নেই ঝঞ্ঝাট

Exit mobile version