Site icon The News Nest

প্রথমবার ভারতে ৫০,০০০-র গণ্ডি ছাড়িয়ে নয়া রেকর্ড সোনার, ৬১,০০০ ছাড়াল রুপো

gold

এই প্রথমবার ভারতীয় বাজারে ১০ গ্রাম সোনার দাম ৫০,০০০ ছাড়িয়ে গেল। এমসিএক্স সূচকে ১০ গ্রাম অগস্ট গোল্ড ফিউচার্সের দাম এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০,১০০ টাকা। রূপোর উত্থান তো আরও বেশি।

এমসিএক্স সূচকে এক কিলোগ্রাম সেপ্টেম্বর  সিলভার ফিউচার্সের দাম ৬.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১,১৩০ টাকা।গত সেশনে ১০ গ্রাম সোনার দাম এক শতাংশ বা ৫০০ টাকার মতো বেড়েছিল। অন্যদিকে, কেজিপ্রতি রুপোর দাম ছয় শতাংশ বা ৩,৪০০ টাকা বেড়েছিল। তার আগে সোমবার দাম বেড়েছিল ১,১৫০ টাকা।

আরও পড়ুন : ৩০ মিনিটেই মরবে করোনা! বাজারে এল ‘অ্যান্টি ভাইরাল’ কালেকশনের জামা ও মাস্ক, সংস্থার দাবিতে শোরগোল

বাজারে গহনার চাহিদা নেই। কিন্তু সোনায় বিনিয়োগ করা লোকের সংখ্যা বাড়ছে। এখানে বিনোয়োগকে অনেকে নিরাপদ মনে করছেন। তাছাড়া লকডাউন এবং করোনার জেরে অন্য বহু ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা কমেছে। সে কারণে গুরুত্ব বাড়ছে সোনার। এই দাম বৃদ্ধির সেটাই অন্যতম কারণ। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

বাজারে গহনার চাহিদা নেই। কিন্তু সোনায় বিনিয়োগ করা লোকের সংখ্যা বাড়ছে। এখানে বিনোয়োগকে অনেকে নিরাপদ মনে করছেন। তাছাড়া লকডাউন এবং করোনার জেরে অন্য বহু ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা কমেছে। সে কারণে গুরুত্ব বাড়ছে সোনার। এই দাম বৃদ্ধির সেটাই অন্যতম কারণ। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব বাজারেও বেড়েছে সোনার দাম। আউন্সপ্রতি স্পট গোল্ডের দাম ১.৩ শতাংশ বেড়ে হয়েছে ১.৮৬৫.৮১ ডলার। যা প্রায় ন’বছর সর্বোচ্চ। দুর্বল মার্কিন ডলার, উর্ধ্বমুখী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এবং অর্থনীতি চাঙ্গা করতে আরও আর্থিক প্যাকেজের আশায় হলুদ ধাতুর দাম হুড়মুড়িয়ে বেড়েছে।

মহামারীর ধাক্কায় ধুঁকতে থাকা অর্থনীতির জন্য ৭৫০ বিলিয়ন ইউরোর আর্থিক প্যাকেজের বিষয়ে একমত হয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নেতারা। আমেরিকাও এক ট্রিলিয়ান ডলার প্যাকেজের বিষয়ে ভাবনাচিন্তা করছে।

সাম্প্রতিককালে নয়া রেকর্ড গড়েছে রুপো। এক আউন্স স্পট সিলভারের দাম ৭.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২.৮৩৬৬ ডলার। যা ২০১৩ সাল থেকে সর্বোচ্চ। বিশেষজ্ঞদের মতে, করোনা টিকার আশা বৃদ্ধি পাওয়ায় শিল্পের কাজকর্ম ফের পুরোদনে শুরু হওয়ার সম্ভাবনা বেড়েছে। তার জেরেই রুপোর দাম চড়চড়িয়ে বেড়েছে।

আরও পড়ুন : আইনজীবী প্রশান্ত ভূষণের বিরুদ্ধে নিজেই মানহানির মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট

 

Exit mobile version