Site icon The News Nest

১১টি ক্ষতিকারক অ্যাপ নিষিদ্ধ করল গুগল, জেনে নিন কোনগুলি

প্লে স্টোরে ১১টি অ্যাপ নিষিদ্ধ করলো গুগল। ইতিমধ্যে সরিয়েও ফেলেছে। জানা গেছে এই অ্যাপগুলোর মধ্যে নাকি ভয়ানক ও মালওয়্যার জোকার ছিল। ব্যবহারকারীদেরকে ঝুঁকিপূর্ণ রাখতেই এগুলো সরানো হয়েছে। ২০১৭ সাল থেকে এই অ্যাপগুলোর ওপর নজর রাখছিল গুগল।

চেক পয়েন্ট রিসার্চাররা জোকার ম্যালওয়্যারেরে একটা নয়া সংস্করণ খুঁজে পেয়েছেন। এই ম্যালওয়্যারগুলি অনেক বৈধ অ্যাপের মধ্যেও পাওয়া গিয়েছে। হ্যাকাররা গুগল প্লে-এর প্রতিরোধ ক্ষমতাকে ভঙ্গ করে অ্যাপের মধ্যে এই জোকার ম্যালওয়্যার ঢুকিয়ে দিয়েছিলেন। যখনই কেউ এই অ্যাপ ডাউনলোড করেছেন, নিজের থেকে এগুলি ফোনে ইনস্টল হয়ে যেত।

আরও পড়ুন : বাড়ছে তিক্ততা, নেপালে বন্ধ ভারতীয় সংবাদ চ্যানেল

গুগল প্লেের ১১ টি অ্যাপে এই ম্যালওয়্যার পাওয়া গিয়েছে। এগুলি গুগল এখন ডিলিট করে দিয়েছে গুগল। আপনাদের ফোনে এর মধ্যে কোনও অ্যাপ ডাউনলোড করা থাকলে সেটিকে ডিলিট করে ফেলুন। চেক পয়েন্ট জানিয়েছে যে গুগলের সিকিউরিটি ফিচার থাকলেও জোকার ম্যালওয়্যার বোঝা ধরা খুব শক্ত। তাই ফের ফিরে আসতে পারে এই ম্যালওয়্যার।

একবার নজর দিন গোটা তালিকায়

com.imagecompress.android

com.contact.withme.texts

com.hmvoice.friendsms

com.relax.relaxation.androidsms

com.cheery.message.sendsms

com.peason.lovinglovemessage

com.file.recovefiles

com.LPlocker.lockapps

com.remindme.alram

com.training.memorygame

আরও পড়ুন : ২০২১ এর মধ্যে মিলবে করোনা ভ্যাকসিন, জানাল হু

 

Exit mobile version