Site icon The News Nest

বাংলাদেশে শীতে করোনার সেকেন্ড ওয়েভ সম্পর্কে সতর্ক করলেন প্রধানমন্ত্রী হাসিনা

hasina bangladesh

বাংলাদেশে আসন্ন শীতে করোনার সেকেন্ড ওয়েভ সম্পর্কে সকলকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানালেন। আজ (বৃহস্পতিবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাধীনতা পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘করোনাভাইরাসের আগমনে সমগ্র বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে পড়লেও তার সরকার এটা মোকাবেলায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, যেন দেশের মানুষ এর থেকে সুরক্ষা পায় এবং দেশের অর্থনীতির গতিশীলতা না হারায়।’

আরও পড়ুন : আরোগ্য সেতুর ঢাক পেটালেন মোদী, কে তৈরি করেছে অ্যাপ? জানেই না সরকার

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করার কথা ঘোষণা করতে গিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনিও শীতকালীন করোনা সংক্রমণের ব্যাপারে সতর্কতা ব্যক্ত করেছেন। বাংলাদেশে
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আভাস দিয়ে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যুর কথা জানিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদফতর। দেশে এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ৮৮৬ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ৬৮১ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৪ লাখ ৪ হাজার ৭৬০ জন।

আরও পড়ুন : ফ্রান্সে গির্জার ভিতরেই গলা কেটে খুন, সৌদিতে ফরাসি কনস্যুলেটের প্রহরীর ওপর হামলা

Exit mobile version