Site icon The News Nest

উপকূলের দিকে এগোচ্ছে ‘গুলাব’, বুধবার পর্যন্ত কড়া সতর্কতায় লালবাজার, বাতিল ২৮টি দূরপাল্লার ট্রেন

gulab

বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে আগামী ১২ ঘণ্টায়। এরপর আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণিঝড় শক্তি বৃদ্ধি করে সুপার সাইক্লোনে পরিণত হতে পারে সেটি। এই আবহে বাতিল করা হল ২৮টি দূরপাল্লার ট্রেন। পরবর্তী সময়ে পরিস্থিতি অনুযায়ী আরও অন্যান্য বেশ কিছু ট্রেন বাতিল বা যাত্রাপথ বদল করা হতে পারে বলেও জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।

রবিবার অন্ধপ্রদেশের বিশাখাপট্টনম ও ওড়িশার গোপালপুরের উপর দিয়ে স্থলভাগ অতিক্রম করবে গুলাব। গুলাবের জেরে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিমের জেলাগুলিতে ভারি থেকে অতিভারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার ও দুই মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি। কলকাতায় হাওয়ার গতিবেগ হবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি। এই পরিস্থিতিতে ইস্ট কোস্ট রেলের তরফে বাতিল করা হয়েছে ২৮টি দূরপাল্লার ট্রেন।

ঝড়ের জেরে যাতে রেলের বৈদ্যুতিক খুঁটি কিংবা বৈদ্যুতিক তার ভেঙে না পড়ে, তার জন্য নেওয়া হয়েছে ব্যবস্থা। পাশাপাশি বিভিন্ন রেলব্রিজের উপর নজরদারি চালানো হবে ঝড়ের সময়।

একনজরে বাতিল ট্রেনের তালিকা:

০২০৭১ ভুবনেশ্বর–তিরুপতি স্পেশাল

০২০৭২ তিরুপতি–ভুবনেশ্বর স্পেশাল

০২০৮৫ সম্বলপুর–নান্দেদ স্পেশাল

০২০৮৬ নান্দেদ–সম্বলপুর স্পেশাল (২৭ সেপ্টেম্বর)

০২৮৪৫ ভুবনেশ্বর–যশবন্তপুর স্পেশাল

০২৮৪৬ যশবন্তপুর–ভুবনেশ্বর স্পেশাল (২৭ সেপ্টেম্বর)

০২৮৫৯ পুরী–চেন্নাই সেন্ট্রাল স্পেশাল

০২৮৬০ চেন্নাই–পুরী স্পেশাল (২৭ সেপ্টেম্বর)

০৭০১৫ ভুবনেশ্বর–সেকেন্দ্রাবাদ বিশাখা স্পেশাল

০৭২৪৪ রায়গঢ়–গুন্টুর স্পেশাল

০৮৪১৭ পুরী–গুনুপুর স্পেশাল

০৮৪১৮ গুনুপুর–পুরী স্পেশাল (২৭ সেপ্টেম্বর)

০৮৪৩৩ ভুবনেশ্বর–পলাসা স্পেশাল

০৮৪৩৪ পলাসা–ভুবনেশ্বর স্পেশাল (২৭ সেপ্টেম্বর)

০৮৪৬৩ ভুবনেশ্বর-ব্যাঙ্গালোর প্রশান্তি

০৮৪৬৪ ব্যাঙ্গালোর–ভুবনেশ্বর স্পেশাল (২৭ সেপ্টেম্বর)

০৮৫০৭ রায়গঢ়–বিশাখাপট্টনম (স্পেশাল ২৭ সেপ্টেম্বর)

০৮৫০৮ বিশাখাপট্টনম–রায়গঢ় স্পেশাল

০৮৫১৭ কোরবা–বিশাখাপট্টনম স্পেশাল

০৮৫১৮ বিশাখাপট্টনম–কোরবা স্পেশাল

০৮৫২১ গুনুপুর–বিশাখাপট্টনম স্পেশাল

০৮৫২২ বিশাখাপট্টনম–গুনুপুর স্পেশাল

০৮৫৭০ বিশাখাপট্টনম–ভুবনেশ্বর স্পেশাল

০৮৫৭১ টাটা–বিশাখাপট্টনম স্পেশাল (২৭ সেপ্টেম্বর)

নিম্নচাপের (Cyclone Gulab) মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুলিশ (Kolkata Police)। বুধবার পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুরসভা ও সেচ দফতরের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে সব থানাকে।

অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে ‘গুলাব’। আজ, রবিবার বিকালেই কলিঙ্গপত্তনামে ল্যান্ডফল। ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টা ৯০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের পরই থাকছে নিম্নচাপের ফাঁড়া। বুধবার বাংলা উপকূলের কাছে পৌঁছবে নিম্নচাপ। মঙ্গল ও বুধবার কলকাতায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৭ জেলায়। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা ১২ জেলায়। মঙ্গল ও বুধবার কলকাতায় বইবে ঝোড়ো বাতাস। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দুর্যোগ এড়াতে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। দক্ষিণবঙ্গের জেলাশাসক, পুলিশ সুুপারদের সঙ্গে বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছেন তিনি। দুর্যোগের মধ্যেই থাকছে উপনির্বাচন।

তৎপর  নবান্ন

 

 

Exit mobile version