শীতে চুল মারাত্মক চুল ঝরছে? জেনে নিন কী করবেন, কী করবেন না

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শীতের সময় ত্বকের পাশাপাশি চুলের দেখভালও হয়ে ওঠে অপরিহার্য। কারণ শীতকালে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়, আবার খুস্কির সমস্যা তো রয়েছেই। এই সমস্ত সমস্যার ফলে ধীরে ধীরে চুল ঝরতে শুরু করে। এখানে জানুন সুস্থ, মজবুত ও উজ্জ্বল চুলের জন্য কী করা উচিত—

  • সপ্তাহে এক বার গরম নারকেল তেল বা বাদাম তেলের ম্যাসাজ অবশ্যই করা উচিত। এর ফলে রক্ত সঞ্চালন ভালো হয়। পাশাপাশি চুলের রুক্ষতা দূর হয় এবং চুল সুস্থ থাকে।
  • শীতকালে চুল ট্রিম করানোও চুল ঝরা আটকানোর অন্যতম একটি উপায়। ঠান্ডা হাওয়া চুলকে রুক্ষ ও প্রাণহীন করে দেয়। যার ফলে চুল ঝরতে শুরু করে, এমনকি দুমুখী চুলের সমস্যাও দেখা যায়। চুল ট্রিম করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

আরও পড়ুন: শীত মানেই খুশকি! জেনে নিন পরিত্রাণ পাওয়ার কিছু ঘরোয়া টোটকা

  • শীতকালে রোজ চুল ধোবেন না। কারণ, চুল ও ত্বকের মধ্যে উপস্থিত প্রাকৃতিক তৈলাক্ত পদার্থ শুকিয়ে যায়। আর্দ্রতা ছাড়া চুল নিষ্প্রাণ হতে শুরু করে। জট পাকানো চুল থেকে মুক্তি পেতে সপ্তাহে দুদিন চুল ধোয়ার অভ্যেস করুন।
  • শীতকল যতটা সম্ভব, চুল ঢেকে রাখুন, তা না-হলে চুল রুক্ষ হয়ে যায়। খোপা করে চুল ঢেকে রাখার জন্য স্কার্ফ ব্যবহার করুন।
  • প্রতি দিন রাতে নারকেল তেল ও ক্যাস্টর অয়েল গরম করে মিশিয়ে নিন। আঙুলের ডগায় তেল নিয়ে তাভাল করে মাসাজ করুন চুলে। এর পর চুল বেঁধে শুয়ে পড়ুন। পরের দিন সকালে শ্যাম্পু করে নিন।
  • লেবুর সাইট্রিক অ্যাসিড মাথার পিএইচ-এর ভারসাম্য রক্ষা করে। মাথার অতিরিক্ত তেল বার করে দিতেও এটি খুবই কার্যকর। মাথায় পাতিলেবুর রস  লাগিয়ে কিছপ ক্ষণ রেখে দিন। এর পর সেই রস মেশানো জল দিয়েই ধুয়ে ফেলুন।

আরও পড়ুন: কালো হয়ে যাচ্ছে ঠোঁট? এই পাঁচ ঘরোয়া পদ্ধতিতেই দূর করুন…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest