জেনে নিন হেয়ার স্মুথিং কী? ঘরে এটি কীভাবে করা যায়?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

উজ্জ্বল, ঝলমলে, স্বাস্থ্যকর চুল পাওয়া আপনার তো স্বপ্ন, তাই না! কিন্তু এই সব পাওয়ার ক্ষেত্রে অনেক কিছু বিষয় মাথায় রাখতে হয়। চুলের ধরণ, চুল কত লম্বা, চুলের ঘনত্ব এই সব কিছুর ওপর নির্ভর করে আপনার চুলের স্বাস্থ্য। আর এই সবকিছুর ওপর নির্ভর করে আপনার চুলের জন্য কেমন এক্সপার্ট ট্রিটমেন্ট লাগবে। চুলের বিশেষ ট্রিটমেন্টগুলোর মধ্যে অন্যতম হল হেয়ার স্মুথিং।

হেয়ার স্মুথিং কী

হেয়ার স্মুথিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রিটমেন্ট চুলের জন্য। আপনার চুল যদি খানিক কোঁকড়ানো, ঢেউ খেলানো হয় সেক্ষেত্রে হেয়ার স্মুথিং আপনার জন্যই। এই রকম চুলের ক্ষেত্রে কিন্তু হেয়ার স্ট্রেটনিং খুব একটা কাজে দেয় না।

মূলত হেয়ার স্মুথিং পার্লারে বিশেষজ্ঞের অধীনে করা হয়, কিন্তু ঘরেও কিছু নিয়ম মেনে আপনি হেয়ার স্মুথিং করতে পারেন। এই বিশেষ ট্রিটমেন্ট আপনার চুলের কার্লি ভাব নরম রাখে, উজ্জ্বল রাখে। চুলের ‘লক’ ভাব আরও সুন্দর করে তোলে। সবচেয়ে বড় কথা, এই ট্রিটমেন্ট একবার করলে ৬ মাস পর্যন্ত কাজ দেয়।

ঘরে কীভাবে করা যেতে পারে

  1. ঘরে করার ক্ষেত্রে দু’রকম ভাবে আপনি এটি ব্যবহার করতে পারেন। এক হল, পার্লারের স্টাইলে আপনি ঘরে এটি করতে পারেন।
  2. দুই হল, ঘরোয়া ভাবে ঘরের জিনিস দিয়ে এই ট্রিটমেন্ট করতে পারেন। আমরা এখানে দুটি নিয়মই বলব।

আরও পড়ুন: আন্ডার আর্মে কালচে ভাব? দূর করুন এই ঘরোয়া টোটকা ব্যবহার করে…

১. ঘরে বসে পার্লারের টাচ

এক্ষেত্রে আপনার যা যা লাগবেঃ

কেরাটিন সলিউশন, ব্লো ড্রায়ার, মাইল্ড শ্যাম্পু, ফ্ল্যাট আয়রন, মোটা দাঁতের চিরুনি, হেয়ার মাস্ক।

  • প্রথমে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। তারপর ব্লো ড্রায়ার দিয়ে চুল অল্প শুকিয়ে নিন। এতে চুলের সমস্ত ভিজে ভাব ভালো করে শুকিয়ে যাবে। এবার চুলকে চার ভাগে ভাগ করে নিন। প্রত্যেক ভাগে কেরাটিন সলিউশন ভালো করে লাগিয়ে নিন।
  • এবার মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিয়ে ১০ মিনিট মতো হাল্কা করে। ৩০ মিনিট অপেক্ষা করুন।
  • বাজার থেকেই আগেই আপনি একটি ভালো হেয়ার মাস্ক কিনে এনেছেন। এবার সেই মাস্ক মাথায় লাগিয়ে নিন আর ২০ মিনিট অপেক্ষা করুন। আর অবশ্যই তারপর একটা শাওয়ার ক্যাপ ব্যবহার করুন। ২০ মিনিট পর উষ্ণ জল দিয়ে মাথা ধুয়ে নিন।
  • তারপর অবশ্যই ব্লো ড্রায়ার আর ফ্ল্যাট আয়রন ব্যবহার করে মাথায় এই ট্রিটমেন্টের উপকারিতা লক করে নিন।

    মনে রাখতে হবে কিছু জিনিস

    ঘরে এভাবে স্মুথিং করলে কিছু নিয়ম কিন্তু আপনাকে মানতে হবে। যেমন-

    1. অন্তত তিন দিন চুলে কোনও রকম পিন ব্যবহার করা যাবে না।
    2. এই ট্রিটমেন্টের পর অন্তত তিন দিন শ্যাম্পু করা যাবে না। আর শ্যাম্পু করবেন মাইল্ড শ্যাম্পু দিয়ে।
    3. ১৫ দিন চুলে তেল দেবেন না এই ট্রিটমেন্ট করার পর।
    4. চুল কন্ডিশিং করতে ভুলবেন না।

    ২. ঘরোয়া পদ্ধতিতে স্মুথিং

    ঘরের উপকরণ দিয়ে কীভাবে এই স্মুথিং করা যায় দেখে নিন।

    ক. নারকেল দুধ আর লেবুর রস

    উপকরণঃ

    হাফ কাপ নারকেল দুধ, ১ চামচ পাতিলেবুর রস।

    পদ্ধতিঃ

    নারকেল দুধে লেবুর রস দিয়ে ভালো করে মেশান। এই মিশ্রণ ফ্রিজে সারা রাত রেখে দিন। পরের দিন এই মিশ্রণ চুলে, স্ক্যাল্পে লাগিয়ে নিন আর শাওয়ার ক্যাপ লাগিয়ে ৪০ মিনিট অপেক্ষা করুন। এবার একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। অবশ্যই উষ্ণ জল ব্যবহার করুন। সপ্তাহে এক দিন এটি করুন।

    খ. ডিম, মধু আর অলিভ তেল

    উপকরণঃ

    ডিমের সাদা অংশ, ১ চামচ মধু, ১ চামচ অলিভ তেল।

    পদ্ধতিঃ

    তিনটে জিনিস ভালো করে আগে মিশিয়ে নিন। একটা স্মুথ পেস্ট তৈরি হবে। এই পেস্ট এবার চুলে, স্ক্যাল্পে লাগিয়ে নিন। ৩০ মিনিট মতো অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিন। এটাও সপ্তাহে এক দিন করে করলে ভালো ফল পাবেন।

    এই তো কিছু সহজ পদ্ধতি। এবার চুলের পারফেক্ট স্টাইল করুন চুলের স্বাস্থ্য বজায় রেখেই।

আরও পড়ুন: চটপট মেকআপ করতে চান? জেনে নিন কি কি জিনিস দরকার আপনার…

 

 

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest