চুল পড়া রোধ করতে চান? ভরসা করুন কুমড়োর উপর…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আমাদের বাঙালি বাড়িতে রান্নাবান্নায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে কুমড়ো! নাম অমন তো কী হয়েছে, ডালের সঙ্গে ভাজাতেই হোক বা নিরামিষের দিন ছোলা দিয়ে তরকারি হোক অথবা বাড়তি ওজন কমাতে সুপ তৈরি করেই হোক – কুমড়ো কিন্তু আমরা মোটামুটি সবাই-ই কম-বেশি খাই। এছাড়া অনেকেই কুমড়োর বীজ রোদে শুকিয়ে প্রাতরাশে খান। এতে সারদিন কাজের এনার্জি পাওয়া যায়। তবে, কুমড়ো যে আপনার চুলের যত্নেও দারুণ কাজে (diy-haircare-with-pumpkin) লাগতে পারে, সে’কথা খুব কম লোকেই জানেন। আপনি বরং জেনে নিন কুমড়ো দিয়ে ঠিক কিভাবে চুলের যত্ন করবেন।

নারকেল তেল ও কুমড়োর হট অয়েল ট্রিটমেন্ট

উপকরণ

  • এক মুঠো কুমড়োর বীজ
  • তিন টেবিল চামচ নারকেল তেল

ব্যবহার বিধি

কুমড়োর বীজ রোদে শুকিয়ে নিন এবং গ্রাইন্ডারে গুঁড়ো করে নিন। একটি পাত্রে নারকেল তেল উষ্ণ করে তাতে এক চা চামচ কুমড়োর বীজের গুঁড়ো মিশিয়ে নিন। এবারে চুলের গোড়ায় এই তেল মাসাজ করুন (diy-haircare-with-pumpkin)। মিনিট দশেক মাসাজ করার পর একটি তোয়ালে দিয়ে চুল ঢেকে নিন। আধ ঘন্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

ওটমিল ও কুমড়োর কন্ডিশনার

উপকরণ

  • দু’কাপ পাকা কুমড়োর পাল্প
  • দু’কাপ নারকেল তেল
  • এক কাপ শিয়া বাটার
  • চার-পাঁচটি ভিটামিন ই ক্যাপসুল
  • এক টেবিল চামচ ওটমিল পাউডার

ব্যবহার বিধি

সব উপকরণ এক সঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। খুব ভাল ভাবে ব্লেন্ড করতে হবে যাতে সব কিছু এক সঙ্গে মিশে যায় এবং দলা না পাকিয়ে যায়। একটি বোতলে এই মিশ্রণ ভরে রাখুন এবং প্রতিবার শ্যাম্পু করার পর কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। চুল মোলায়েম করে তুলতে এই ঘরোয়া কন্ডিশনারটি খুব ভাল।

আরও পড়ুন: শুধু খেলে নয়, জানেন কি ওটসের ফেসপ্যাক মাখলেও বাড়বে সৌন্দর্য…

কুমড়োর হেয়ার মাস্ক

উপকরণ

  • কয়েক টুকরো কাঁচা কুমড়ো
  • আধ কাপ মধু
  • এক চা চামচ জায়ফল পাউডার
  • আধকাপ জল
  • কয়েক ফোঁটা টি-ট্রি অয়েল

ব্যবহার বিধি

কুমড়ো ও জায়ফল গুঁড়ো এক সঙ্গে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবারে মধু ও জল মিশিয়ে ফুটিয়ে ঠান্ডা করে কুমড়োর পেস্টের সঙ্গে মিশিয়ে নিন। এবারে মিশ্রণে টি-ট্রি অয়েল মেশান। আপনার হেয়ার মাস্ক তৈরি। স্নানের সময়ে চুল ভিজিয়ে এই হেয়ার মাস্কটি লাগাতে হবে। লাগানোর পর দশ মিনিট অপেক্ষা করে উষ্ণ জলে চুল ধুয়ে নিন। সেদিন শ্যাম্পু করবেন না। মাসে একবার করে এই হেয়ার মাস্ক (diy-haircare-with-pumpkin) ব্যবহার করে দেখুন নিষ্প্রাণ চুলে জেল্লা ফিরে আসবে।

স্প্লিট এন্ডস দূর করতে কুমড়ো

উপকরণ

  • কয়েক টুকরো পাকা কুমড়ো
  • কয়েক ফোঁটা জোজোবা অয়েল
  • তিন টেবিল চামচ নারকেল তেল

ব্যবহার বিধি

প্রথমেই পাকা কুমড়ো কেটে সেদ্ধ করে নিন। এবার পাল্প বার করে একটি পেস্ট তৈরি করুন। প্রয়োজনে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। এবার কুমড়োর পাল্পের সঙ্গে নারকেল তেল ও জোজোবা অয়েল মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। সপ্তাহে তিন দিন এই মিশ্রণ চুলে স্প্রে করুন। ঘন্টাখানেক পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

আরও পড়ুন: ত্বক উজ্জ্বল করতে চান? ব্যবহার করুন গুঁড়ো দুধের ফেসপ্যাক…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest