বাজারে দেদার বিকোচ্ছে ‘করোনা বার্গার’! টেস্ট করে দেখবেন নাকি?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: এতদিন পর্যন্ত বাজারে বিক্রি হচ্ছিল করোনা ভাজা। সোশ্যাল সাইটে ঘুরছিলো তার ছবি। এবার বাজারে চলে এল করোনা বার্গার। ভাবছেন আতঙ্কের আবহে এ আবার কি রসিকতা! আপনি যতই অবাক হন না কেন এখন ভিয়েতনামের রেস্তরাঁ কাঁপাচ্ছে করোনা বার্গার।

https://www.facebook.com/PeoplesMediaCollective/photos/a.347379615718832/935349793588475/?type=3&eid=ARBBpjfVhk-S7_QQf4FjeA7jrOXk3zUVei_VCE7gOVXItPtgLLrqdD6wRITDIVp9N1dMo0LLJIkiWk28&__xts__%5B0%5D=68.ARCYJAs4bpjoy6BPvu44_K13tFxE7GcmdsdI7ODkUWJ3RqsY_dkp9wa7lCH-XBFBGlPduCBpktA0W3zZ40Y-dM-6A41kWXsEnAVie72db3rcGRPGd2i5qTxKGzSjmqBfOXUItnSmhX-QFBOtlxcHZiiLgN2_Fz0Jya1PuZx9yFPmRByiYS9rw4Y7_GUDkCfPC7N5sQnwobDFSGyGfe5LRftiGjJHDn_tXjj42iS6_ULyQnm4JsgPLtiVX_X7816-CFUiNP8y3RC60tQUHW857oe8W9YeqZXhjS1cCoHncVnOkIv74vjmOaALzBoJOvVdOkW2q8T2rjFnrviEuYFALTA&__tn__=EEHH-R

আরও পড়ুন: করোনার বিরুদ্ধে লড়াইয়ে পাশে সিন্ধু, দুই রাজ্যকে দিলেন আর্থিক অনুদান

ওই রেস্তরাঁর রন্ধনশিল্পী হোয়াং টুং এবং তাঁর সহযোগীরা এই ধরনের বার্গার তৈরিতে ব্যস্ত। তিনি বলেন, “করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। মানসিকভাবে দুর্বল হয় পড়ছেন বহু মানুষ। তাঁদের মানসিকভাবে উজ্জীবিত করতেই এই উদ্যোগ। তাই আমরা বারবার প্রচার করছি যার ভয়ে কাঁটা, সেই শত্রুকে খেয়ে ফেলুন। তাই এই ধরনের বার্গার তৈরি করি।”

আরও পড়ুন: করোনার সঙ্গে যুঝতে ১ লক্ষ ৭০ হাজার কোটির ত্রাণ ঘোষণা অর্থমন্ত্রীর, আমজনতাকে বাঁচাতে ৮ পদক্ষেপ

Screenshot 2020 03 26 at 11.59

এই ধরনের বার্গার দেখতে খানিকটা গোল। মূলত করোনা ভাইরাসের জীবাণুর রঙিন যে ছবি ভাইরাল হয়েছে, তেমনই দেখতে ওই পকোড়া। বহু মানুষ এই ধরনের বার্গার খাচ্ছেন। দিনে গড়ে ৫০ টি পকোড়া বিক্রি হচ্ছে।

ভিয়েতনামে থাবা বসিয়েছে এই ভাইরাস। ইতিমধ্যে অসুস্থ হয়েছেন অনেকেই। তবে এই মারণ ভাইরাসে প্রাণহানি হয়নি কারও। আপাতত প্রয়োজন ছাড়া কাউকেই বাড়ির বাইরে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাই বাড়ি বসে জমিয়ে চলছে করোনা বার্গার দিয়ে পেটপুজো।

আরও পড়ুন: করোনা আক্রান্ত খোদ ডাক্তার, সংস্পর্শে আসা ৯০০ জন কোয়ারেন্টাইনে

Gmail 7

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest