Healthy Benefits of Drinking Aloe Vera Juice

Alovera Juice: অ্যালোভেরা জুস খাওয়ার কত উপকারিতা জানা আছে কি?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আমাদের মধ্যে অনেকেই অ্যালোভের বা অ্যালোভেরা জেল ব্যবহার করেন ত্বক ভালো রাখার জন্য। কিন্তু আজকের পর থেকে ত্বকে লাগানোর পাশাপাশি সাম্যান্য পরিমানে অ্যালোভেরা জেল অ্যালোভেরা খেয়ে দেখুন। বিশেষ করে আপনি যদি সুগার বা ডায়েবেটিস রোগী হন তাহলে এই ফল পাবেন হাতেনাতে।

অ্যালোভেরা খাওয়ার সবচেয়ে সহজ উপায় হল অ্যালোভেরার জুস বানিয়ে পান করা। অ্যালোভেরার জুস সহজেই বাড়িতে তৈরি করা যায়। এরজন্য অ্যালোভেরার নির্যাস বের করে পরিমাণমতো জল, নুন ও লেবুর রস মিশিয়ে পান করুন।

ব্রেকফাস্টে অ্যালোভেরার স্মুদি বানিয়ে পান করতে পারেন। তার জন্য ওটস, কলা, আপেল, দুধ, পিনাট বাটার ইত্যাদি দিয়ে স্মুদি বানিয়ে নিন। এবং খাওয়ার আগের শুধুমাত্র অ্যালোভেরা জেল মিশিয়ে নেবেন।

আরও পড়ুন: High Uric Acid: ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন? এড়িয়ে চলুন এই ৫ ধরনের খাবার

এছাড়াও অ্যালোভেরার স্যালাড বানিয়ে খেতে পারেন। পছন্দমতো ফল, সবজি, শাক-পাতা দিয়ে স্যালাদ বানিয়ে নিন। তাতে অলিভ অয়েল, নুন, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস সব কিছু মিশিয়ে নিন। এর সঙ্গে মিশিয়ে দিন ১-২ চামচ অ্যালোভেরা জেল।

দুপুরে ভাতে কিংবা রাতে রুটির সঙ্গে অ্যালোভেরার তরকারি খেতে পারেন। যে ভাবে আলু, পটল, ফুলকপি দিয়ে তরকারি রাঁধেন, একইভাবে অ্যালোভেরার তরকারিও রেঁধে নিন। তার জন্য প্রথমে এলোভেরা কিউব আকারে কেটে জলে ভিজিয়ে রেখে তার পরে রান্না করুন।

অ্যালোভেরা দিয়ে বানিয়ে নিতে পারেন চা। এই ভেষজ চা যেমন আপনার সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখবে, তেমনই সামগ্রিক স্বাস্থ্যেরও খেয়াল রাখবে।

আরও পড়ুন: Acidity: বদহজমের সমস্যা ? জানুন ওষুধ না খেয়েও কী করে কাটিয়ে উঠবেন

বিদ্র: প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest