Holi 2022: Expert tips to take care of your skin, hair this festival of colours

Skincare Tips: দোলে ত্বক ও চুলের যত্ন নেবেন কীভাবে ? রইল টিপস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রঙের উৎসবে রং খেলায় মাতবেন না তা কখনও হয় ! তবে, সমস্যা একটাই । রঙের প্রভাবে চুল (Hair) আর ত্বকে (Skin) বারোটা বেজে যায় । শ্যাম্পু, সাবান কোনও কিছুতেই কোনও লাভ হয় না । ফলে ত্বক রুক্ষ হয়ে যায়, চুলে খুশকির (Dandroff) সমস্যা দেখা দেয় । সেক্ষেত্রে এবারে দোল খেলার আগে ও পরে ত্বক ও চুলের জন্য কিছু প্রস্তুতি নিয়ে রাখুন । আপনাদের জন্য রইল কিছু টিপস ।

রং খেলার আগে

  • ত্বক ও চুল ভাল রাখার জন্য ভেষজ রং (Herbal Colour) ব্যবহার করুন । প্রাকৃতিক বা জৈব পদ্ধতিতে তৈরি রং দিয়ে খেললে রং ধুয়ে ফেলা সহজ হবে । আর ত্বক ও চুলও ভাল থাকবে ।
  • রং খেলার আগে অবশ্যই ত্বক এবং চুলে তেল (Oil) লাগান । এগুলো রঙে থাকা রাসায়নিক পদার্থ থেকে রক্ষা করবে ও রং তাড়াতাড়ি ধুয়ে যাবে ।
  • রং খেলার আগে নখে গাঢ় রঙের নেলপালিশ (Nailpolish) লাগিয়ে নিলে নখে আর রং লাগবে না । আর ঠোঁটে যাতে রং না লাগে, তার জন্য উপযোগী হল লিপবাম । লিপবাম লাগালে ঠোঁটে আর রং লেগে থাকবে না ।
  • রং খেলার জন্য এমন কাপড় পরা উচিত যা শরীরের অধিকাংশ অংশ ঢেকে রাখে । হাই-নেক বা ফুল স্লিভ জামাকাপড় পরে হোলি খেলতে বেরোতে পারেন । শরীরের যতটা অংশ কাপড় দিয়ে ঢাকা থাকবে, রং তোলার চিন্তা ততটাই কমবে । আর তা ত্বকের জন্য ভাল । পোশাকের ক্ষেত্রে সুতি বেছে নেওয়াই ভাল ।

আরও পড়ুন: Eye Makeup Tips: এই ক্রিসমাসে আই মেকআপ করুন একটু অন্যভাবে

রং খেলার পরে

  • রং তোলার সময় ত্বক খুব বেশি ঘষবেন না । প্রথমে চুল পরে শরীর থেকে সব রং ধুয়ে ফেলুন । লেবুর রস, দই এবং চন্দন পাউডারের মিশ্রণ দিয়ে একটা প্যাক তৈরি করুন । এরপর তা রং লাগা অংশে লাগিয়ে হালকা হাতে ঘষবেন । সব রং ধুয়ে যাবে।
  • এছাড়া, রং দূর করতে অলিভ অয়েল, ভিটামিন ই বা নারকেল তেল ব্যবহার করুন ।
  • দোলের আগের দিন কখনই শ্যাম্পু করবেন না। চুলের গোড়া শুষ্ক থাকলে রঙ আরও বসে থাকবে। চটজলদি উঠবে না।
  • চোখে যাতে রঙ যা ঢোকে সেদিকে নজর রাখবেন। এর জন্য সানগ্লাস ব্যবহার করতে পারেন।
  • প্রচুর জল, এমনকী ডাবের জল খেতে পারেন। এর ফলে শরীরও সারাদিন হাইড্রেটেড থাকবে। সহজে ক্লান্ত হয়ে পড়বেন না।

আরও পড়ুন: BB cream vs CC cream: জেনে নিন আপনার ত্বকের জন্য কোনটা ঠিক?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest