Lockdown 3: কলকাতা, হাওড়া-সহ রাজ্যের ১০টি রেড জোন, কী করবেন ও কী করবেন না, জানুন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে, গোটা দেশে লকডাউনের মেয়াদ আরও ২ সপ্তাহ বাড়ছে। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নতুন গাইডলাইনও প্রকাশ করা হয়েছে। যে এলাকাগুলিকে গ্রিন জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে, সেখানে কী কী পরিষেবা চালু হবে, কী করা যাবে না ইত্যাদি। সেই সঙ্গে রেড জোন এবং কনটেনমেন্ট এলাকায় কী কী করা যাবে, কী কী করা যাবে না।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, পশ্চিমবঙ্গে ১০টি রেড জোন রয়েছে। এই ১০টি রেড জোন হল দশটি জেলা: কলকাতা, হাওড়া, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও মালদহ।

ওয়েব ডেস্ক: Lockdown Launch: 48 MP ক্যামেরা, দুর্ধর্ষ ব্যাটারি ব্যাক-আপ নিয়ে হাজির Redmi Note 9

এই ১০ জেলায় যে এলাকাগুলিতে সংক্রমণ ছড়িয়েছে বেশি বা নতুন করে আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে, সেই এলাকাগুলি ইতিমধ্যেই রাজ্য সরকার কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করেছে।

শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রক গাইডলাইন অনুযায়ী যা যা করা যাবে:

১) কনটেনমেন্ট জোনের পরিধি সুনির্দিষ্ট রাখতে হবে।
২) কনটেনমেন্ট জোনের নির্দিষ্ট এন্ট্রি ও এক্সিট পয়েন্ট থাকতে হবে।
৩) পণ্য ও পরিষেবার সরবরাহ এবং চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজন ছাড়া ছাড়া কনটেইনমেন্ট জোনে কোনও মুভমেন্টে অনুমতি মিলবে না।
৪) কনটেনমেন্ট জোনে কোনও ব্যক্তি বা গাড়িকে চেক না করে ঢুকতে দেওয়া যাবে না।
৫) কনটেনমেন্ট জোনে বাইরে থেকে কেউ ঢুকলে বা ভিতর থেকে কেউ বেরোলে তার রেকর্ড রাখতে হবে।

কনটেনমেন্ট জোনের বাইরে কিন্তু রেড জোনের ভিতরে কী করা যাবে, কী করা যাবে না:

১) সাইকেল রিক্শা, অটো রিক্শা চলতে পারবে না।
২) ট্যাক্সি বা অ্যাপ ক্যাব চলবে না।
৩) কোনও বাস চলবে না।
৪) সেলুন, স্পা খোলা যাবে না।
৫) যে সব কাজ ও পরিষেবায় অনুমতি দেওয়া হয়েছে সে জন্য চার চাকার গাড়ি চালাতে তাতে দু’জনের বেশি থাকতে পারবেন না। দু’ চাকার গাড়ি যথা মোটরবাইক বা স্কুটারে পিছনে কাউকে নিয়ে বসা যাবে না।
৬) বাইরে থেকে মজুর আনতে না হলে শহরের কোনও প্রকল্পে নির্মাণ কাজ চালানো যাবে। গ্রামে সব রকম নির্মাণ কাজ চলবে।
৭) সব শপিং মল, মার্কেট কমপ্লেক্স বন্ধ থাকবে।
৮) সব স্ট্যান্ড অ্যালোন দোকান, পাড়ার মুদিখানা দোকান বা অন্য সামগ্রীর দোকান খোলা থাকবে।
৯) অত্যাবশ্যকীয় পণ্যের জন্য ই-কমার্স পরিষেবা চলবে।
১০) বেসরকারি সংস্থার দফতর ৩৩ শতাংশ কর্মীকে নিয়ে চালানো যাবে
১১) সরকারি দফতরে ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার সব অফিসার কাজে যোগ দিতে পারবেন। বাকি কর্মীদের ৩৩ শতাংশ কাজে যোগ দিতে পারবেন।

ওয়েব ডেস্ক: প্রথম ভারতীয় হিসেবে ফেড কাপের মনোনয়ন পেলেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা

Gmail 4

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest