Alternative And Unusual Uses Of Toothpaste

শুধু দাঁত পরিষ্কার নয়, গৃহস্থালির কাজেও সাহায্য করে টুথপেস্ট! জানুন কিছু ব্যতিক্রমী ব্যবহার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দাঁত পরিষ্কার রাখার পাশাপাশি গৃহস্থালি অনেক কাজেও সাহায্য করতে পারে টুথপেস্ট। জেনে নিন এর কিছু ব্যতিক্রমী ব্যবহার সম্পর্কে।  

  • গাড়ির হেডলাইট পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন টুথপেস্ট।
  • কার্পেটে চা অথবা কফির দাগ পড়লে খানিকটা টুথপেস্ট ঘষে পরিষ্কার করে নিন।
  • রূপার গয়না পরিষ্কার করতে পুরনো টুথব্রাশে খানিকটা পেস্ট লাগিয়ে ঘষে নিন।
  • পোশাকে কলমের কালির দাগ লাগলে টুথপেস্ট ঘষে রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন: টাটকা ইলিশ কী করে চিনবেন! জেনে নিন ৫ উপায়

  • কাঠের আসবাবে পানির জলের দাগ পড়েছে? দাগ ওঠাতে সাহায্য নিন টুথপেস্টের।
  • ইস্ত্রিতে কালচে দাগ পড়লে কাপড়ে টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন।
  • রান্নাঘরের সিঙ্ক বা বাথরুমের কল ঝকঝকে করতে চাইলে টুথপেস্ট দিয়ে পরিষ্কার করুন মাঝে মাঝে।
  • কাঠ থেকে পার্মানেন্ট মার্কারের দাগ তুলতে কাজে লাগাতে পারেন টুথপেস্ট।
  • চুলে চুইংগাম লাগলে ওপরে কিছুটা টুথপেস্ট লাগিয়ে দিন। খানিকক্ষণ পর উঠে যাবে চুইংগাম।
  • মশা কিংবা অন্য কোনও পোকা কামড়ালে অনেক সময় চুলকোয় বা জ্বালা করতে থাকে। আক্রান্ত স্থানে টুথপেস্ট লাগিয়ে দিন। জ্বালাভাব বা চুলকানি কমে যাবে।
  • মুখে ব্রণ হলে, ব্রণের উপর টুথপেস্ট লাগিয়ে ঘুমিয়ে যান। সকালে উঠে দেখবেন ব্রণের আকৃতি ছোট হয়ে গিয়েছে। এই ভাবে ধীরে ধীরে সেরেও যাবে।
  • অনেক সময় রান্নার মশলা লেগে নখ হলুদ হয়ে যায়। নখে টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন। নখের হলুদ ভাব চলে যাবে।

আরও পড়ুন: মাছ-মাংসর আঁশটে গন্ধ হাত থেকে যেতেই চায় না! জানুন এর থেকে মুক্তির উপায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest