Site icon The News Nest

Book Care: বর্ষাকালের স্যাঁতসেতে আবহাওয়ায় এই ভাবে যত্ন নিন আপনার প্রিয় বইগুলোর…

BOOK 2

Women how Reading Book next to Window While Raining. Spending quality time while the storm.

টাপুরটুপুর বৃষ্টিতে বিছানায় শুয়ে হাতে একটা বই নিয়ে পড়ার অনুভূতি একেবারেই আলাদা, যা আধুনিক যুগের ‘ই-বুক’ মেটাতে পারে না। সেই বইকে পোকা কাটা, ধুলো জমা, ছিঁড়ে বা বর্ষায় নষ্ট হয়ে যাওয়া থেকে কীভাবে রক্ষা করবেন জেনে নিন।

রোদে দিন

বর্ষা মানেই ড্যাম্পের সমস্যা। তাই বইকে এই সমস্যার হাত থেকে বাঁচাতে হলে যখনই রোদ উঠবে, রোদে দিন। অনেক বই থাকলে আলাদা আলাদা দিন করে করতে হবে। রোদে দিলে বইয়ে ঘুণ ধরার আশঙ্কাও থাকবে না।

নিম পাতা বা শুকনো লঙ্কা রাখুন

বর্ষাকালে নানা রকম পোকামাকড়ের উৎপাত। তাই পোকামাকড় থেকে বাঁচতে বইয়ের মধ্যে নিম পাতা কিংবা শুকনো লঙ্কা দিতে পারেন। এগুলো বইয়ে পোকা হওয়া থেকে বাঁচাবে।

আরও পড়ুন: ইঁদুরের উপদ্রবে নাজেহাল ? কোনও বিষ বা কেমিক্যাল নয়, সহজ-ঘরোয়া উপায়ে ইঁদুর তাড়ান

ন্যাপথলিনের ব্যবহার করুন

বইয়ে জল লাগলে, সমস্যার একশেষ! তাই বৃষ্টির জল যাতে বইয়ে না লাগে, সেটা খেয়াল রাখুন। বইয়ের জায়গা পরিষ্কার রাখতে ন্যাপথলিনের ব্যবহার করতে পারেন।

হাওয়া লাগাতে দিন

বইয়ের স্বাস্থ্য ভাল রাখতে বইয়ে হাওয়া লাগা দরকার। তাই মাঝে মাঝে তাক থেকে বই নামিয়ে খোলা হাওয়ায় রাখুন। বইয়ের জায়গা বদলে দিন। কাচের মধ্যে বই রাখলে মাঝে মাঝে পাল্লা খুলে রেখে দিন।

মলাট দিয়ে রাখুন

অনেকেই বই পড়ার আগে মলাট দেন। বই ভাল রাখতে বই আলমারিতে রাখার আগে ভাল করে মলাট দিয়ে রাখুন। এতে দীর্ঘদিন বই ভাল থাকবে।

আরও পড়ুন: বর্ষায় শাক-সবজি পচে যাওয়া ঠেকাবেন যেভাবে…

 

Exit mobile version