বাড়িতে আরশোলার উপদ্রব বেড়েছে? জেনে নিন ৩টি অব্যর্থ সমাধান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আরশোলা আপাত নিরীহ একটি পোকা হলেও, এটি অত্যন্ত ক্ষতিকারক। কারণ, নোংরা আবর্জনার মধ্যে ঘুরে বেড়ায় আরশোলা এবং শরীরের মাধ্যমে ক্ষতিকারক জীবাণু বহন করে তা ছড়িয়ে বেড়ায়। অতএব, বাড়িঘর আরশোলা-মুক্ত করা অত্যন্ত জরুরি। আর এই ব্যবস্থা নিতে পারবেন মাত্র দুটি সহজ উপায়ে

  • আরশোলা মিষ্টির গন্ধে আকৃষ্ট হয় এবং মিষ্টি খেতে ভালোবাসে। তাই আরশোলাকে আকৃষ্ট করাতে হবে চিনি, গুড়, মধু ইত্যাদি দিয়ে আর এই মিষ্টিজাতীয় উপকরণের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে ওই মিশ্রণ কাগজ কিংবা প্লাস্টিকে রেখে দিন ঘরের প্রতিটি কোণায়। বিশেষ করে রান্নাঘরে গ্যাস অ্যাভেনের নীচে এবং ড্রেনের মুখে রেখে দিন। বেকিং সোডা মিশ্রিত ওই মিষ্টি উপাদান খেলেই আরশোলার মৃত্যু নিশ্চিত। টানা সাতদিন এই পদ্ধতি অবলম্বন করলে আরশোলা নির্মূল হবেই।

আরও পড়ুন: ওয়াশিং মেশিনে কাচা যেতে পারে আপনার ঘরে থাকা এই জিনিসগুলিও, জানলে অবাক হবেন

  • বোরিক পাউডার মূলত একধরণের অ্যাসিডিক উপাদান যা পোকামাকড়ের যন্ত্রণা কমাতে সহায়ক। তবে আরশোলার উপদ্রব বন্ধ করার ক্ষেত্রেও বোরিক পাউডারের ব্যবহার করা চলে। ১ চামচ বোরিক পাউডার, ২ চামচ ময়দা বা আটা আর ১ চামচ কোকো পাউডার এক সঙ্গে ভাল করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটি বাড়ির সব কোনায় কোনায় ছড়িয়ে দিন। আরশোলা এই মিশ্রণে আকৃষ্ট হয়ে বোরিক পাউডার খেয়ে মারা পড়বে। সপ্তাহে তিন দিন করে অন্তত দু’ সপ্তাহ এই পদ্ধতিটি ব্যবহার করতে পারলে আরশোলার উপদ্রব থেকে একেবারে মুক্তি পাওয়া যাবে।
  • ক্ষতিকারক হলেও আরশোলা অনেকে মারতে চান না, শুধু তাড়িয়ে দিতে চান। এইরকম মানুষদের বাড়িঘর আরশোলা-মুক্ত করার জন্যও এক মোক্ষম অস্ত্র আছে। আর এই অস্ত্রটি হল তেজপাতা। একগুচ্ছ তেজপাতা গুঁড়ো করে ঘরের প্রতিটি কোণায় রেখে দিন কাগজের উপর। তেজপাতার তীব্র গন্ধ সহ্য করতে পারবে না আরশোলা। এর ফলে বাড়ি ছেড়ে পালাবে।

আরও পড়ুন: ফ্রিজের মধ্যে দীর্ঘদিন মাছ-মাংস তাজা রাখতে চান? জেনে নিন কয়েকটি টিপস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest