বেকিং পাউডার আর বেকিং সোডার মধ্যে কী পার্থক্য? জেনে নিন কখন কোনটা ব্যবহার করবেন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রান্নাঘরে সাধারণত বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই মজুত থাকে। কিন্তু দুটোর ব্যবহার সম্পর্কে যদি আপনার স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই চলুন জেনে নেওয়া যাক কী পার্থক্য বেকিং পাউডার আর বেকিং সোডার মধ্যে। সঙ্গে এই দুটোর ব্যবহার সম্পর্কেও ধারণা দেওয়া হল।

বেকিং পাউডার এবং বেকিং সোডার পার্থক্য

  • প্রথমেই জেনে রাখুন বেকিং সোডা আর বেকিং পাউডার সম্পূর্ণ আলাদা। দুটির ব্যবহারও আলাদা।
  • বেকিং পাউডার অনেক মসৃণ, অনেকটা ময়দার মতো। আর বেকিং সোডা অনেকটা দানা দানা।
  • দই, বাটার মিল্ক, লেবুর রসের মতো টক জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় বেকিং সোডা। আর বেকিং পাউডার ব্যবহার হয় ভেজা জিনিসের ক্ষেত্রে।
  • নান, বটোরার মতো জিনিস বানানোর জন্য বেকিং সোডা ব্যবহার করা হয়। আর কেক, কুকিজের মতো বেকিং আইটেম যেগুলো ভাজা হয় না, সেগুলোর জন্য ব্যবহার করা হয় বেকিং পাউডার।

আরও পড়ুন: পুরনো কার্ড- বাতিল কাপড় পরে আছে কোণে? ঘর সাজিয়ে ফেলুন বাতিল জিনিস দিয়েই

খাবার ছাড়াও যে সমস্ত কাজে বেকিং সোডা ব্যবহার করা হয়

  • জামাকাপড় ময়লা হলে তা পরিষ্কার করার জন্য বেকিং সোডা ব্যবহার করতে পারেন।
  • মেঝে ও টাইলস পরিষ্কার করার কাজেও ব্যবহার করা যায় বেকিং সোডা
  • রান্নার সময় বাসন পুড়ে গেলে, পোড়া দাগ তুলতেও ব্যবহার করতে পারেন বেকিং সোডা।

আরও পড়ুন: Monsoon Decor Tips: স্যাঁতস্যাতে আবহাওয়াতে ফ্যাশনেবল অন্দরমহল কীভাবে মন ভাল রাখে?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest