Site icon The News Nest

তাড়াতাড়ি ফুরোচ্ছে রান্নার গ্যাস? জ্বালানির সাশ্রয় করতে মেনে চলুন এই সব নিয়ম

cooking

করোনা পরিস্থিতিতে হাত বেশ টানাটানি। মাগ্গিগণ্ডার বাজারে সংসার চালাতে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠতে শুরু করেছে। কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী গ্যাসের (Cooking Gass) দাম। তাই গৃহকর্ত্রীদের জন্য রইল রান্নার গ্যাস সাশ্রয়ের সহজ কিছু টিপস। গ্যাস বাঁচানোর বহু ভুল উপায় জানেন অনেকে। সেই মিথগুলোও ভাঙা দরকার।

আরও পড়ুন: মশার জ্বালায় অস্থির, জেনে নিন তাড়ানোর তিনটি সহজ উপায়

রান্নার গ্যাসের সাশ্রয় করতে ওভেন ও সিলিন্ডারে যত্ন নেওয়া অত্যন্ত দরকার।

আরও পড়ুন: ইঁদুরের উপদ্রবে নাজেহাল ? কোনও বিষ বা কেমিক্যাল নয়, সহজ-ঘরোয়া উপায়ে ইঁদুর তাড়ান

Exit mobile version