How to take care of winter clothes

Life Hacks: বাক্সবন্দি লেপ-কম্বল ব্যবহারের আগে যা করবেন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দরজায় কড়া নাড়ছে শীত। এ বার আলমারি থেকে গরম জামা আর লেপ-কম্বল বার করার সময়। কিন্তু এত মাস ধরে তুলে রাখা গর‌ম জামাকাপড় কি ঠিক অবস্থায় আছে? দীর্ঘ দিন আলমারিতে তুলে রাখা বা বাক্সে ভরে রাখার ফলে এই সব জামাকাপড় কুঁচকে যায়। এ ছাড়াও ভ্যাপসা গন্ধ, এমনকি ধুলোর আস্তরণও পড়ে যায় অনেক স‌ময়ে। আগামী শীতে তাই সেই সব গরম জামা, কাঁথা-কম্বলকে ব্যবহার করার আগে সেগুলির বিশেষ যত্নের প্রয়োজন।

সোয়েটার, মাফলার ভাল রাখতেপরার আগে উলের তৈরি জামাকাপড় এক বার কেচে নিলে ভাল। তবে দোকানে কাচতে না দিয়ে বরং বাড়িতেই কেচে নিন। সোয়েটার, মাফলারের মতো উলের জামাকাপড়ের সঙ্গে অন্য জামাকাপড় না কাচাই ভাল। এতে রোঁয়া উঠে যাওয়ার আশঙ্কা থাকে। কেচে চড়া রোদে এই ধরনের জামাকাপড় শুকোতে দেবেন না। তা হলে রং চটে যেতে পারে।

আরও পড়ুন: Durga Puja 2021: ঘর সাজাতে চাই সঠিক পর্দা, জানুন কেনার সময় কোনদিকে নজর দেবেন…

লেপ-কম্বল ভাল রাখতে: এগুলি সাধারণত শিমুল তুলোর তৈরি। কাচাকুচির বদলে তাই লেপ কম্বল রোদে দেওয়া ভাল। সপ্তাহে অন্তত এক থেকে দু’বার লেপের ঢাকা বদলে নিন। কম্বল যদি তুলোর তৈরি না হয়, সেক্ষেত্রে শ্যাম্পু গোলা জলে কম্বল কাচতে পারেন।

কাঁথা ভাল রাখতে: কাঁথা কাচার আগে জলে ডিটারজেন্ট মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। তার পরে কাঁথা কাচুন।

আরও পড়ুন: Household Tips: কাচের বাসন ঝকঝকে রাখবেন কীভাবে? জেনে নিন এই সব টিপস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest