Site icon The News Nest

Mango: কোন আমটা গাছপাকা, আর কোনটা রাসায়নিকের-কীভাবে বুঝবেন? রইল ৫ টিপস

mangoes

আমের মৌসুম এখনও পুরোপুরি আসেনি, তবে বাজার-দোকানে আমের দেখা মিলছে, আমপ্রেমীরা দাম দিয়ে তা কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন। তবে সাবধান হোন। এই মৌসুমে আম কেনা বিপজ্জনক হতে পারে। কারণ এগুলো রাসায়নিক বা কার্বাইড দিয়ে তৈরি হতে পারে। সাধারণত অনেক ব্যবসায়ী বেশি লাভের জন্য রাসায়নিক ও কার্বাইড ব্যবহার করেন। আমরা যদি তা খেয়ে থাকি তাহলে তা শরীরের জন্য ক্ষতিকর। যার কারণে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে, তাই সতর্ক থাকা খুবই জরুরি।

একটি আম গাছ থেকে কাঁচা ছিঁড়ে নিলে তা প্রাকৃতিকভাবে আর পাকতে পারে না। তখন দরকার পড়ে রাসায়নিকের। এজন্য বস্তা, ভুসি বাক্সের মতো গরম জায়গায় আম রাখতে পারেন। কিন্তু এতে কার্বন মনোক্সাইড, অ্যাসিটিলিন গ্যাসের মতো জিনিস ব্যবহার করা হলে তা বিপজ্জনক হয়ে ওঠে। কেমিক্যালযুক্ত আম খাওয়া স্নায়ুতন্ত্রের ক্ষতি করে, যা মস্তিষ্কের ক্ষতির পাশাপাশি ত্বকের ক্যান্সার, কোলন ক্যান্সার, স্নায়ুতন্ত্র, মস্তিষ্কের ক্ষতি, ডিম্বাশয়ের ক্যান্সার এবং ত্বকের ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের কারণ হতে পারে।

আরও পড়ুন: Clothes Smell: বর্ষার দিনে জামা-কাপড়ে বোঁটকা গন্ধ? জেনে নিন দূর করার টোটকা

রাসায়নিক আম কিভাবে চিনবেন?

আরও পড়ুন: Pet Care: বাড়িতে পোষ্য রাখবেন ভাবছেন? মাথায় রাখুন এইসব টিপস

 

Exit mobile version