তিনবার আত্মহত্যার কথা ভেবেছিলেন শামি, জেনে নিন কারণ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: তিন ফরম্যাটে এমনই জোরদার বোলিং করেন মহম্মদ শামি যে কোনও ব্যাটসম্যানের ঘাম ছুতে যায়। মাঠে তাঁর আগুনে বোলিং দেখেছে ক্রিকেট বিশ্ব।সেই শামিই একটা সময়ে এমনই কোণঠাসা হয়ে গিয়েছিলেন যে, আত্মহত্যাও করতে গিয়েছিলেন। সম্প্রতি রোহিত শর্মার সঙ্গে ইনস্টগ্রামে লাইভ এক চ্যাট শো-তে পুরনো সেই দিনের কথা খোলসা করলেন ভারতের এই তারকা পেসার।

কেন এ রকম ভয়ঙ্কর এক পরিণতির কথা মাথায় এসেছিল তাঁর? শামি বলেছেন, ‘‘২০১৫ বিশ্বকাপে আমি চোট পেয়েছিলাম। তার পরে ১৮ মাস লাগে পুরোপুরি সুস্থ হতে। ওই সময়টা আমার জীবনের সব চেয়ে যন্ত্রণার। প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। এর পরে যখন খেলা শুরু করি, ব্যক্তিগত সমস্যায় জড়িয়ে পড়ি। ওই সময় যদি পরিবারকে পাশে না পেতাম, তা হলে ফিরে আসতে পারতাম না। আমি তো তিন বার আত্মহত্যা করার কথাও ভেবেছিলাম।’’

২০১৮ সালের মাঝপথে অস্ট্রেলিয়া সিরিজে ফিরে আসার পরে নিজেকে ফিরে পান। নিজেকে প্রতিষ্ঠিত করেন বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে। কিন্তু এরই মাঝে আবার জড়িয়ে পড়েন ব্যক্তিগত সমস্যায়। বছর দুয়েক আগে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিবাধ শুরু হয় এই ভারতীয় পেসারের। থানা-পুলিশ থেকে আদালতে গিয়েছে যে মামলা। 

আরও পড়ুন: প্রথম ভারতীয় হিসেবে ফেড কাপের মনোনয়ন পেলেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা

২০১৮ সালে মহম্মদ শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগও উঠেছিল। বিসিসিআই-এর সঙ্গে শামির চুক্তিও নির্দোষ প্রমাণিত হওয়ার আগে পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছিল। তবে শেষমেশ সেই ফাঁড়া কাটিয়ে তিনি বেরিয়ে আসতে পেরেছিলেন। নির্দোষ প্রমাণিত হওয়ার পরেই সে বছর দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল-ও খেলেছিলেন শামি। অন্ধকার অতীতের দিকে ফিরে তাকিয়ে শামি এ দিন রোহিতকে বলেছেন, ‘‘ওই সময়ে আমার সঙ্গে ২৪ ঘণ্টা কেউ না কেউ থাকত। একটা মুহূর্ত আমাকে একা ছেড়ে দেওয়া হত না। আমি মানসিক ভাবে ভাল জায়গায় ছিলাম না। কিন্তু আমার পরিবারকে পাশে পেয়েছিলাম।’’

উত্তরপ্রদেশের আমরোহার ছেলে শামি বাংলায় এসে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সুযোগ পান জাতীয় দলে। কিন্তু স্ত্রীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার পরে এখন আর কলকাতায় নয়, উত্তরপ্রদেশে দেশের বাড়িতেই রয়েছেন তিনি। নিজের পরিবারকে ধন্যবাদ দিয়ে শামি বলেছেন, ‘‘আপনার পরিবার যদি পাশে থাকে, তা হলে যে কোনও পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। ওই সময় যদি আমার পরিবার সঙ্গে না থাকত, তা হলে হয়তো খারাপ কোনও কিছু করে বসতাম। পাশে থাকার জন্য পরিবারকে ধন্যবাদ জানাতে চাই।’’

আরও পড়ুন: লকডাউনের মাঝে খারাপ খবর! টেস্ট ক্রিকেটের সিংহাসন হারাল টিম ইন্ডিয়া

Gmail 4
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest