#ICC Cricket World Cup 2019: নজর কাড়তে পারেন পাঁচ পেস বোলার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: দেখতে দেখতে চলে আসছে ক্রিকেট বিশ্বকাপ। আর কিছুদিন পরেই কাপ যুদ্ধের লড়াই শুরু হয়ে যাবে। তারকা ক্রিকেটারদের ওপর নজর থাকবে সবার। তা ব্যাটিংই থেকে বা বোলিং। দেখে নিন তেমনই পাঁচ পেস বোলারের নাম যাঁরা বিশ্বকাপে নজর কাড়তে পারেন-

Jasprit Bumrah South Africa AFP social

জাসপ্রীত বুমরাহ : এই মুহূর্তে বিশ্বের সেরা পেস বোলার। বিশ্বকাপে ভারতের বোলিংয়ে প্রধান অস্ত্র। ডেথ ওভারে ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারেন। ২০১৬-য়ে ভারতের জার্সিতে অভিষেক হয়। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৮৫ উইকেট রয়েছে। পেস, ভ্যারিয়েশন সবেতেই ওস্তাদ। শেষ আইপিএলে ১৯ উইকেট নিয়েছেন।

 

5a24c 1520702252 800

শহিন শাহ আফ্রিদি: আন্তর্জাতিক ক্রিকেটে বরাবরই সেরা পেস বোলার দিয়ে এসেছে পাকিস্তান। সেই তালিকায় নতুন সংযোজন হতে পারেন ১৯ বছর বয়সি আফ্রিদি। ১০টি একদিনের ম্যাচে ১৯ উইকেট রয়েছে তাঁর।

 

ওশেন থমাস: ওয়েস্ট ইন্ডিজের আগামীদিনের ভবিষ্যৎ বলা হচ্ছে তাঁকে। জাতীয় দলে অভিষেকের এক বছরের মধ্যেই বিশ্বকাপে সুযোগ পেয়েছেন। ১৫০কিমি/ঘণ্টায় বল করতে পারেন। একদিনের ক্রিকেটে ১৫ উইকেট রয়েছে। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে বেশ নজর কেড়েছিলেন।

 

kagiso rabada 51c54454 5a79 11e9 aa5c e004eddcd1be

কাগিসো রাবাদা: এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলার। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রধান ভরসা তিনি। শেষ আইপিএলে বেশ নজর কেড়েছিলেন ২৫ উইকেট নিয়ে। ম্যাচের যে কোনো মুহূর্তে উইকেট নিতে সক্ষম তিনি।

 

GettyImages 1126024993 e1549454890674

মিচেল স্টার্ক: গত বছর চোটের কারণে তেমন নজর কাড়তে পারেননি। তবে আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পেস বোলিংয়ের প্রধান অস্ত্র। বাঁ-হাতি এই বোলার গত বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। ২২ উইকেট পেয়েছিলেন গত বিশ্বকাপে। বাউন্সার এবং ইনসুইং প্রধান অস্ত্র।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest