Site icon The News Nest

আধার নম্বর প্রতারকদের হাতে এলেই কী অ্যাকাউন্ট সাফ? জেনে নিন

aadhaar card

আধার কার্ড (Aadhaar Card) এই মুহূর্তে ভীষণই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট৷ আর একই সঙ্গে আধারকে নিয়ে ফ্রডের সংখ্যাও রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ কারণ এই কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, সমস্ত কিছুই লিঙ্ক করা থাকে৷ আধার কার্ডকে নিয়ে নানারকমের প্রশ্ন রয়েছে৷ তাই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়েছে UIDAI (Unique identification authority of India) ৷

যদি কোনও ফ্রড বা জালিয়াত আধার কার্ড নম্বর পেয়ে যায় তাহলে কি সে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষতি করতে পারে৷ -এই প্রশ্নের উত্তরে জানানো হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ি অন্য সব ডকুমেন্টের সঙ্গে আধার থাকলে তার সূত্র ধরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়৷ ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে গেলে পুরো ভেরিফিকেশন প্রয়োজন হয়৷ এর ফলে জালিয়াত শুধু আধার কার্ড ব্যাঙ্কে নিয়ে গেলে গ্রাহকের অনুমতি ছাড়া অ্যাকাউন্ট খুলতে পারবেন না৷ যদি এটা হয় তাহলে তা ব্যাঙ্কের ত্রুটি হিসেবে ধরে নেওয়া হবে৷ আধার কার্ড ধারকের ভুল হিসেবে দেখা হবে না৷

যে মানুষরা জালিয়াতির শিকার হয়েছেন তাদের কী ভুল ছিল? এই প্রশ্নের উত্তরে জানানো হয়েছে অনেকক্ষেত্রেই যারা জালিয়াতি করে তারা এ কথা বলে যে গ্রাহকের কার্ড ব্লক রয়েছে পাশাপাশি তারা বলে যে একটা বড় টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে৷ এরপর তার থেকে নানারকম ব্যক্তিগত প্রশ্ন করে৷ যাতে জন্মতারিখ. পিন ওটিপি, সিভিভি এইসব নম্বর চায়৷ ব্যাঙ্কের পক্ষ থেকে বারবার সতরক্ত করা হয় যে তাদের কর্মীরা কখনই এই সমস্ত তথ্য চায় না৷ এরপরেও গ্রাহকরা বারবার এই ভুল করে ও জালিয়াতির শিকার হয়৷

যদি কোনও জালিয়াত আধার নম্বর পেয়ে যায় তাহলে কি সে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে৷ এই প্রশ্নের উত্তরে জানানো হয়েছে, কখনই নয়৷ উদাহরণ হিসেবে বলা হয়েছে যেমন কোনও ব্যক্তির শুধুমাত্র অ্যাকাউন্ট নম্বর জেনে টাকা তুলে নিতে পারেন না তেমনিই শুধু আধার নম্বর থাকলে তা দিয়ে টাকা ওঠানো সম্ভব নয়৷

Exit mobile version