ওয়েব ডেস্ক: চারদিকে করোনা ভাইরাসের খবর।তারই মধ্যে ভাইরাল হল একটি চতুস্পদ প্রাণীর ছবি।সুকুমার রায় বেঁচে থাকলে হয়তো একটা নাম দিয়ে ফেলতেন এই অদ্ভুত প্রাণীটির। তাঁর কল্পনায় হাঁসজারু জন্মেছিল বাংলা সাহিত্যে। কেনিয়ার শেলড্রিক ন্যাশনাল পার্কে জন্ম নিল জঙ্কি!
ছোট্ট জঙ্কি দিব্যি খেলে বেড়াচ্ছে। কে এই জঙ্কি? তার মা জেব্রা আর বাবা গাধা! পশু বিজ্ঞানীরা বলছেন বিরল থেকে বিরলতম ঘটনা। গাধা আর যৌন মিলনের ফলে জন্ম হয়েছে তার। সারা শরীর গাধার মতো বাদামি আর পায়ের কাছটা মায়ের মতো সাদা-কালো ডোরা কাটা দাগ। জেব্রা আর ডাঙ্কির মিলনের ফলে জন্ম হওয়ায় নাম দেওয়া হয়েছে জঙ্কি।
আরও পড়ুন: ওলাওঠা সেকেলে, এখন ট্রেন্ডিং গালাগালি হল ‘করোনা’
কী ভাবে ঘটল এমন ঘটনা? শেলড্রিক ওয়াইল্ড লাইফ ট্রাস্টের তরফে বলা হচ্ছে, জঙ্গলে বেড়া দেওয়ার কাজ চলছিল। কয়েক মাস আগে সেই সময়ে পালিয়ে যায় জেব্রাটি। খবর পেতেই শুরু হয় খোঁজ। কিন্তু বেশ কয়েকদিন খোঁজার পরও জেব্রার দেখা পাননি শেলড্রিক ওয়াইল্ড লাইফ ট্রাস্টের কর্তারা। লাল সতর্কতা জারি করে বলা হয়েছিল, কোনও ভাবেই যেন পাচারকারীদের হাতে না পড়ে জেব্রাটি। এরপর কয়েক সপ্তাহ বাদ জঙ্গলের মধ্যে নজরে আসে জেব্রার ঘোরাফেরা। উদ্ধার করে নিয়ে আসা হয়, নির্দিষ্ট জায়গায়। শারীরিক পরীক্ষার পরই বোঝা যায় মা হতে চলেছে জেব্রাটি।
সন্তান প্রসবের পর অবাক বন কর্তারা। পরীক্ষা করে দেখা যায় গাধার সঙ্গে যৌন মিলন হয়েছে জেব্রাটির। শেলড্রিক ওয়াইল্ড লাইফ ট্রাস্টের এক কর্তা বলেছেন”প্রকৃতির কী অদ্ভুত অবদান! আমরা তো ভাবতেও পারিনি এমন ঘটনা ঘটতে পারে। কিন্তু দেখুন, ছুটে বেড়াচ্ছে জঙ্কি। ঘাস-পাতা কেটে খেতেও শিখেছে।” কিন্ত বাবার থেকে বিচ্ছিন্ন সন্তান। এখনও খুঁজে পাওয়া যায়নি সেই গাধাটিকে।
আরও পড়ুন: আজ ইস্টার! জেনে নিন দিনটির নেপথ্যে থাকা আসল কাহিনি