1 Killed, 20 Injured In Stampede During Makar Sankranti Fair In Odisha

Makar Sankranti: মকর সংক্রান্তির মেলায় দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত ১, আহত বহু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মকর সংক্রান্তির মেলায় হুড়োহুড়ির ভয়ংকর পরিণতি। পায়ের চাপে পিষ্ট হয়ে প্রাণ হারালেন ১ জন। আহত কমপক্ষে ১২ জন। এদের বেশ কয়েকজনের আঘাত গুরুতর। শনিবার এমন মর্মান্তিক ঘটনা ঘটে ওড়িশার কটক জেলার আথাগড়ের গোপীনাথপুর-বাদমবা টি ব্রিজের কাছে।

মকর সংক্রান্তির ওই মেলা উপলক্ষ্যে বাদামবায় জমায়েত হয়েছিলেন লাখ খানেক মানুষ। মেলা চলাকালীন আচমকাই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তাতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১ জনের। এখনওপর্যন্ত ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বাদামবার বিধায়ক দেবী প্রসাদ মিশ্র সংবাদমাধ্য়মে জানিয়েছেন, ওই পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে অঞ্জনা সাইনি(৪৫) নামে এক মহিলার। আহতদের এসসিবি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

বাদামবা হাসপাতালের চিকিত্সক ডা রঞ্জন কুমার বারিক জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। আহতদের কটকের হাসপাতালে ভ্তি করা হয়েছে।

আরও পড়ুন: Rahul Gandhi: হাড়কাঁপানো শীতেও সোয়েটার পরছেন না কেন? অবশেষে মুখ খুললেন রাহুল

ওই ঘটনায় নিহতকে ৫ লাখ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আহতরা হাসপাতালে ফ্রি-তে চিকিত্সা পাবেন । তিনি আরও বলেছেন, “আহত ব্যক্তিরা বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি,”।

আঠাগড়ের সাব-কালেক্টর হেমন্ত কুমার সোয়াইন বলেন, এই উপলক্ষে আয়োজিত মেলা দেখতে এবং ভগবান সিংহনাথকে প্রণাম জানাতে বিকেলে মহিলা ও শিশু সহ ভক্তদের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। জেলা প্রশাসন জানিয়েছে যে কোভিড -১৯ মহামারীজনিত কারণে লোকেরা দু’বছর জমায়েত হতে পারেনি। ফলে চলতি বছর তা মারাত্মকভাবে বেড়ে যায়।

আরও পড়ুন: Bharat Jodo Yatra: হাঁটতে হাঁটতেই হঠাৎ মৃত্যু কংগ্রেস সাংসদের, হাসপাতালে ছুটলেন রাহুল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest