আপনি ঘরে বসে লাখ টাকা রোজগার (Earn money) করতে চান৷ আপনাদের কাছে দারুণ সুযোগ মালামাল হয়ে যাওয়ার৷ এই সুযোগ দিচ্ছে খোদ কেন্দ্রের (Central Government) নরেন্দ্র মোদি সরকার৷ আসলে কেন্দ্র সরকার সাধারণ মানুষ ১৫ লক্ষ টাকা (c) জেতার সুযোগ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রক (Finance Ministry) একটি নতুন কম্পিটিশন শুরু করেছে৷ এতে ক্রিয়েটিভ লোগো সরকারের একটি সংস্থার নাম, লোগো, ডিজাইন, আর ট্যাগলাইন দিতে হবে৷ যদি আপনার বাছাই করা নাম পছন্দ হয় তাহলে আপনি প্রাইজ জিততে পারবেন৷
সম্প্রতি মাই গভ ইন্ডিয়া (My Gov India) থেকে ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছেন৷ আপনি এই প্রতিযোগিতায় ১৫ অগাস্টের মধ্যে নিজের এন্ট্রি পাঠাতে হবে৷ জেনে নিন কীভাবে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রাইজ পাবেন৷
My Gov India নিজের ট্যুইটে নিজের ক্রিয়েটিভ নাম, ট্যাগলাইন, আর লোগো বানাতে হত৷ প্রতিযোগিতায় ডেভলেপমেন্ট ফাইনেন্সিয়াল ইন্সটিটিউশনের (DFI) জন্য৷ যে প্রথম পুরস্কার পাবে সে পাঁচ লক্ষ টাকা পাবে৷ এটা একেবারে ক্যাশ প্রাইজ৷ ডিপার্টমেন্ট অফ ফাইনেন্সিয়াল সার্ভিসেস, বিত্ত মন্ত্রক লোগো ডেভলপমেন্ট ফাইনেন্সিয়াল ইন্সটিউশনের নাম ও একটি ট্যাগলাইনের প্রস্তাব দিতে হবে৷ লোগোর জন্যেও ডিজাইন চেয়েছেন তাঁরা৷ সংস্থার নাম , লোগো ও ট্যাগলাইন তাদের কাজ অনুযায়ি হবে৷
১৫ অগাস্টের মধ্যে MyGov.in পোর্টালে গিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে হবে৷ আর খুব বেশি সময় নেই৷ ফলে দ্রুত ভেবে নাম পাঠিয়ে দিতে হবে৷ তারপর সরকার বিজয়ীদের তালিকা ঘোষণা করবে৷
আরও পড়ুন: Kanyashree: ‘অনুবাদ করতে গেলে এমন একটু হয়’, দিলীপের সাফাইয়ে বাড়ল আরও বিতর্ক
এই প্রতিযোগিতায় অংশ নিতে গেলে আপনাকে সবার আগে mygov.in পোর্টালে যেতে হবে৷ আপনাদের লগইন টু পার্টিসিপেট ট্যাবে ক্লিক করতে হবে৷ সেখানে রেজিস্ট্রেশন ডিটেল দিতে হবে৷ রেজিস্ট্রেশনের পর এন্ট্রি পাঠানো যাবে৷
অনেকে বলছেন এটি আবার একটা নয়া খেলা। মোদী সরকার এমন বহু ভেলকি দেখিয়েছে। একাউন্টে ১৫ লক্ষ করে টাকা আসার কথা দেশবাসীর মনে আছে।নোটবন্দির ক্ষতও তাজা।মোদীজির আচ্ছে দিন যে এমন মারাত্মক হয়ে উঠবে তা অনেকেই অনুমান করতে পারেননি। তারা মুসলিম, পাকিস্তান, রামমন্দিরের মত বিষয়গুলিতে ভুলে ছিলেন। মোদী সরকার নতুন করে বুজ্ঝতে চেষ্টা করছে কত মানুষ সরকারের পাশে রয়েছে। তাঁর ভক্ত সংখ্যা কমেছে কিনা। এই প্রোগ্রামের মাধ্যমে তা আর একবার পরখ করে নেওয়া যাবে। সঙ্গে হয়ে যাবে দেশব্যাপী একটা প্রচার । সঙ্গে থাকবে স্বাধীনতা দিবস ও জাতীয়তাবাদের ফোড়ন। এমনটাই মনে করছেন অনেকেই।