2000 note: RBI extends deadline for exchange of Rs 2,000 notes to October 7

2000 note: বাড়ল ২,০০০ টাকার নোট জমা দেওয়ার সময়সীমা! কতদিনের মধ্যে দিতে হবে? জানাল RBI

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

২,০০০ টাকার নোট এক্সচেঞ্জ এবং জমা করার ক্ষেত্রে RBI (Reserve Bank Of India)-এর পূর্ব ঘোষণা অনুযায়ী শেষ দিন ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। যদিও, এক্ষেত্রে ফের দিন বৃদ্ধির বিষয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে, এবার সেই জল্পনার অবসান ঘটিয়েই রিজার্ভ ব্যাঙ্ক ২,০০০ টাকার নোট এক্সচেঞ্জ এবং জমা করার শেষ তারিখ ৭ অক্টোবর, ২০২৩ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।

শনিবার বিকেলের দিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, ‘যেহেতু (২,০০০ টাকা) জমা দেওয়ার মেয়াদ শেষ হতে চলেছে এবং পর্যালোচনার ভিত্তিতে ঠিক করা হয়েছে যে  আগামী ৭ অক্টোবর পর্যন্ত ২,০০০ টাকার নোট জমা দেওয়া যাবে বা পালটে নেওয়া যাবে।’

আরও পড়ুন: Cyclone: পুজোর মুখে ঘূর্ণিঝড়? ‘এখনই গুজবে বিশ্বাস করবেন না’ : IMD

রিজার্ভ ব্যঙ্ক অফ ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী, ১৯ মে যখন ২,০০০ টাকার নোট পরিবর্তনের ঘোষণা করেছিল, তখন বাজারে যে পরিমাণ নোট ছিল, সেটার মূল্য ছিল ৩.৫৬ লাখ কোটি টাকা। ২৯ সেপ্টেম্বরের মধ্যে ৩.৪২ লাখ কোটি টাকার ২,০০০ টাকার নোট ফিরে এসেছে।

ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২৯ সেপ্টেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, বাজারে ০.১৪ লাখ টাকা মূল্যের ২,০০০ টাকা নোট পড়ে আছে। অর্থাৎ ৯৬ শতাংশ ২,০০০ টাকার নোট ফিরে এসেছে বলে ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: FSSAI: খবরের কাগজে মুড়ে খাবার বিক্রি বন্ধে নির্দেশ দিল সরকার, কিন্তু কেন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest