60 murders and 6 rapes every day in the state, UP tops in murders, second in rape

NCRB: প্রতিদিন দেশে ৮০টি খুন ও ৭৭টি ধর্ষণ, হত্যায় শীর্ষে যোগীরাজ্য, ধর্ষণে দ্বিতীয়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

 ভারতে প্রতিদিন দেশে গড়ে ৮০টি খুন এবং ৭৭টি ধর্ষণের ঘটনা ঘটে। এমনই চাঞ্চল্যকর তথ্য দিল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB)। তারা জানাল, ২০২০ সালে গড়ে ৮০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বছরে মোট ২৯ হাজার ১৯৩টি। তালিকায় শীর্ষে উত্তরপ্রদেশ। গতবছরের চেয়ে এক শতাংশ বৃদ্ধি পেয়েছে খুনের মামলা। ২০১৯ সালে খুনের ঘটনা ঘটেছিল ২৮ হাজার ৯১৫টি। প্রতিদিন গড়ে ৭৯টি।

আরও পড়ুন: মানস ভুঁইঞার ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে সুস্মিতা দেবকে প্রার্থী করল তৃণমূল

এনসিআরবি-র তথ্য বলছে, রাজ্যগুলির মধ্যে খুনের ঘটনায় শীর্ষে উত্তরপ্রদেশ। ৩ হাজার ৭৭৯টি হত্যাকাণ্ডের মামলা হয়েছে যোগীর রাজ্যে। তার পর বিহারে ৩ হাজার ১৫০টি মামলা। মহারাষ্ট্রে ২ হাজার ১৬৩ ঘটনা ঘটেছে। ২ হাজার ১০১টি খুনের মামলা মধ্যপ্রদেশে। আর পশ্চিমবঙ্গে ১ হাজার ৯৪৮টি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে।

ধর্ষণের তথ্যও দিয়েছে এনসিআরবি। ২০২০ সালে প্রতিদিন গড়ে ৭৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। মোট ঘটনা ২৮ হাজার ৪৬টি। এর মধ্যে নির্যাতিতার সংখথ্যা ২৮,১৫৩। দেশজুড়ে গতবছর মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ৩ লক্ষ ৭১ হাজার ৫০৩। গতবছরের থেকে তা কমেছে ৮.৩ শতাংশ। ২০১৯ সালে ৪ লক্ষ ৫ হাজার ৩২৬টি মামলা নথিভুক্ত হয়েছিল।

পরিসংখ্যান অনুযায়ী ধর্ষণের ঘটনায় শীর্ষে রাজস্থান (৫,৩১০)। তার পর উত্তরপ্রদেশ (২,৭৬৯), মধ্যপ্রদেশ (২,৩৩৯) এবং মহারাষ্ট্র (২,০ ৬১)।

তবে মহিলাদের উপরে অপরাধের হার ২০১৯ সালের চেয়ে কমেছে। ২০২০ সালে প্রতি লক্ষ মহিলার মধ্যে নির্যাতনের শিকার হয়েছেন ৫৬.৫। তা ২০১৯ সালে ছিল ৬২.৩। ২০২০ সালে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মধ্যে ১ লক্ষ ১১ হাজার ৫৪৯টি-ই স্বামী বা পরিজনদের দ্বারা অত্যাচারের ঘটনা। ধর্ষণ ছাড়া শ্লীলতাহানির ঘটনা ঘটেছে ৮৫ হাজার ৩৯২টি। ধর্ষণের চেষ্টার মামলা ৩,৭৪১। ২০২০ সালে ১০৫টি অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। এর পাশাপাশি পণের বলি হয়েছেন ৭ হাজার ৪৫ জন। মামলা হয়েছে ৬ হাজার ৯৬৬টি।

আরও পড়ুন: পেট্রল মিলতে পারে ৭৫ টাকায়, ডিজেল ৬৮ টাকায়, ঠিক হবে শুক্রবার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest